Liver Health: যেকোনও ধরনের ডাল আমাদের স্বাস্থ্যের (Healthy Lifestyle Tips) পক্ষে ভাল। কারণ ডাল একটি প্রোটিন (Protien Rich Foods) সমৃদ্ধ খাবার। ডালের (Arhar Dal) অনেক প্রকারভেদ রয়েছে। এর মধ্যে অড়হর ডাল লিভারের স্বাস্থ্যের জন্য বেশ ভাল একটি খাবার। অড়হর ডালে প্রোটিনের পাশাপাশি রয়েছে আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়া ও পটাশিয়াম- এই চার ধরনের মিনারেলস অর্থাৎ খনিজ উপকরণ। শুধু যে লিভারের স্বাস্থ্যের জন্য এই ডাল ভাল তা কিন্তু নয়। অড়হর ডাল খেয়াল রাখে আমাদের হৃদযন্ত্রেরও। এছাড়াও যাঁদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং উচ্চ রক্তচাপের অসুবিধা দেখা যায় শরীরে, তাঁরা অড়হর ডাল খেতে পারেন। উপকার পাবেন অবশ্যই। 


এবার দেখে নেওয়া যাক অড়হর ডালের কী কী গুণ রয়েছে এবং এই ডাল কীভাবে লিভারের স্বাস্থ্যের খেয়াল রাখে 


মূলত লিভারের সমস্যা থাকলে আমাদের স্বাস্থ্যের অবনতি হয় বিভিন্ন ভাবে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। সামান্য কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যেতে পারে। একটু গুরুপাক খেলে তা হজম হতে চায় না। গোলযোগ দেখা দেয় অন্ত্রের সমস্যাও। তবে অড়হর ডালে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ যা প্রদাহজনিত সমস্যা কমায়। এছাড়াও এই ডালের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-কারসিনোজেনিক, অ্যান্টি-ডায়াবেটিক উপকরণ এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এইসব উপকরণ থাকার ফলে অড়হর ডাল খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। 


প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে অড়হর ডালের মধ্যে। থিয়ামিন (বি১), রাইবোফ্ল্যাভিন (বি২), নিয়াসিন (বি৩), প্যান্টোথেনিক অ্যাসিড (বি৫), ভিটামিন বি৬, ফোলেট (বি৯), ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে এই ডালে। এছাড়াও রয়েছে ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম এবং জিঙ্ক- এইসব মিনারেলস অর্থাৎ খনিজ উপকরণ। 


অড়হর ডালের অন্যান্য গুণ 



  • ওজন কমাতে সাহায্য করে এই ডাল। তাই যাঁরা ডায়েট করছেন তাঁরা অড়হর ডাল খেতে পারেন। 

  • আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণ এবং রোগ এড়াতে সাহায্য করে। 

  • অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার সমস্যাও কমায়। তাই অ্যানিমিয়া থাকলে এই ডাল খেতে পারেন। 

  • আমাদের শরীরে এনার্জির জোগান দেয় এই ডাল। অতএব অড়হর ডাল পাতে রাখা ভাল। 

  • সারা শরীরে সঠিক ভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে অড়হর ডাল। 

  • হাইপারটেনশনের সমস্যা কমাতে কাজে লাগে এই ডাল। খেতে সুস্বাদু এই ডাল তাই মাঝে মাঝে রাখুন মেনুতে। 

  • এই ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে অড়হর ডাল। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন- কর্ন ফ্লাওয়ারের ফেসপ্যাক, জেল্লা ফিরবে ত্বকের, দূর হবে ব্রন, আর কী কী উপকার? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।