কলকাতা: ত্বকের প্রয়োজনীয় একাধিক উপাদান রয়েছে ভিনিগারে। রুক্ষ ত্বক এবং দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা হয় ভিনিগার। ভিনিগারে বাড়তে পারে ত্বক উজ্জ্বলতা। ত্বকে pH- মাত্রা, এক্সফোলিয়েশন, ব্যাক্টেরিয়া দূর করতে অত্যন্ত কার্যকরী ভিনিগার। এমনকী মেকআপের ক্ষেত্রের ব্যবহার করা হয়। যদিও ত্বকের ধরনের নির্ভর করে কোন ভিনিগার কার্যকরী হবে। বুঝতে হবে হোয়াইট ভিনিগার না অ্যাপল সিডার ভিনিগার আপনার ত্বকের প্রয়োজন। 


ত্বকের যত্নে অ্যাপল সিডার ভিনিগার 


pH-এর ভারসাম্য বজায়: এই ভিনিগার ত্বকে pH-র লেভেল ঠিক রাখে। তাতে শুষ্কতা, অস্বস্তি, অতিরিক্ত তেল বেরোনোর আশঙ্কা কমে। 


অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি: অ্যাপল সিডার ভিনিগারে আছে ভিটামিন B এবং C। পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে রক্ষা করতে এবং অকাল বার্ধক্যের আশঙ্কা কমাতে পারে। 


প্রদাহ বিরোধী: অ্যাপল সিডার ভিনিগারে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। এই ভিনিগারে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিডে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। যার জন্য ব্রণ কমতে পারে। এমনকী ব্রণর দাগ, ত্বকের লালভাব সহ ব্যাক্টেরিয়ার কারণে তৈরি হওয়া ত্বকের কোনও ত্বকের সমস্যায় কমাতে পারে ভিনিগার। 


এক্সফোলিয়েটিং: এই ভিনিগারে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড মৃত কোষ দূর করতে পারে। তাতে ত্বক হয় উজ্জ্বল এবং সফট। একইসঙ্গে লাগাতার ব্যবহারের জন্য ত্বকের জেল্লা বাড়তে পারে। 


ত্বকের যত্নে হোয়াইট ভিনিগার 


ত্বক পরিষ্কার: অ্যাসিটিক অ্য়াসিড থাকায় ত্বক ভেতর থেকে পরিষ্কার করে। তাতে ময়লা, তেল দূর হয়। এমনকী ব্ল্যাকহেডসও দূরে রাখে। 


ব্যাক্টেরিয়া দূর: অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় ব্যাক্টেরিয়াজনিত বা ফাঙ্গাসের কারণে ত্বকে কোনও সমস্যা হলে তা দূর করতে পারে। হোয়াইট ভিনিগার দ্রুতে শুষে নেয় ত্বক। স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে যা ক্ষতিকারক হতে পারে। 


এক্সফোলিয়েটিং: অ্যাপল সিডার ভিনিগারে ম্যালিক অ্যাসিডের অভাব থাকে। এই  ভিনিগার মৃত ত্বকের কোষ ঝরিয়ে ত্বকের উপরিভাগ আরও ভাল করতে পারে। তবে অল্প পরিমাণে ব্যবহার করা উচিত।


কোন ধরনের ভিনিগার ত্বকের জন্য প্রয়োজন? 


বেশিরভাগ ত্বকের ক্ষেত্রে কার্যকরী অ্যাপল সিডার ভিনিগার। বিশেষ করে যাঁরা সফট এবং ত্বকের পুষ্টি চাইছেন। ত্বকের স্বল্পমেয়াদী পরিচর্যার জন্য হোয়াইট ভিনিগার ব্যবহার করা যায়। এতে পুষ্টি কম, অ্যাসিডের পরিমাণ বেশি। হোয়াইট ভিনিগার মুখে না ব্যবহার করাই শ্রেয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Orange Peel Health Benefits: এই ফলের খোসা চিবালেই দূর হবে মুখের দুর্গন্ধ, ক্ষয় হবে না দাঁতের এনামেল, মজবুত হবে দাঁতের গোড়া