Eggs in Breakfast: ব্রেকফাস্টে ডিম খাওয়ার চল প্রায় সকলের বাড়িতেই রয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিনেও অনেকেই ডিম দিয়ে থাকেন। এছাড়াও অফিসের টিফনেও ডিম নিয়ে যাওয়া খুব সহজ। আসলে ডিমের যেকোনও পদ সহজে রান্না করে নেওয়া যায়। আর এই খাবারের রয়েছে প্রচুর গুণ। শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য ডিম খাওয়া জরুরি। কিন্তু ডিমের পোচ, অমলেট নাকি ডিম সেদ্ধ- কোনটা খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর জানেন? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। চলুন জেনে নেওয়া যাক, ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভাল, নাকি ডিমের পোচ কিংবা অমলেট খেলেই ভাল থাকবে শরীরে।
ডিম সেদ্ধ খাওয়া কেন ভাল
ডিমের পোচ এবং অমলেটের পরিবর্তে ডিম সেদ্ধ খাওয়াই ব্রেকফাস্টের জন্য শ্রেয়। যেহেতু ডিম সেদ্ধ করতে তেল, মাখন- এইসবের ব্যবহার হয় না, তাই ডিম সেদ্ধ খাওয়া স্বাস্থ্যকর। সেদ্ধ করে খেলেই ডিমের কুসুমের সম্পূর্ণ পুষ্টিগুণ পাবেন আপনি। আর ব্রেকফাস্ট মানে সকালে তাড়াহুড়োর সময়। তখন ডিম সেদ্ধ বানিয়ে নেওয়া এবং খেয়ে ফেলে, দুটোই সহজ। সময় খুবই কম লাগে। একটার বদলে দুটো ডিম সেদ্ধ খেলেও কোনঅ অসুবিধা নেই। হজমের সমস্যা হবে না।
ডিমের পোচ কিংবা ডিমের অমলেট খেলে কী কী সমস্যা হতে পারে
ডিমের পোচ বানানো খুবই সহজ। কিন্তু এক্ষেত্রে কুসুমের অংশ কাঁচা থাকে। সেটা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। ডিমের পোচ ভাজতে আমরা বেশিরভাগ সময়েই মাখন কিংবা তেল ব্যবহার করে থাকি। যদিও ওয়াটার এগ পোচ এখন খুবই ট্রেন্ডি খাবার। কিন্তু জলের মধ্যে সকলে ডিমের পোচ বানাতে পারেন না। তাছাড়া এভাবে ডিমের পোচ তৈরি করলে যেহেতু অনেকটা অংশই আধা কাঁচা থাকে, তাই নিয়মিত ডিমের পোচ খেলে আপনার শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। পেট ব্যথা, বদহজমের অসুবিধায় ভুগতে পারেন আপনি।
সমস্যা রয়েছে ডিমের অমলেটেও। এক্ষেত্রে আমরা তেল বা মাখনেই ডিম ভেজে থাকি। স্বাদের জন্য আবার যোগ করি চিজ। খেতে নিঃসন্দেহে ভাল হয় এইসব অমলেট। কিন্তু যেহেতু অনেকটা ভাজা হয়, তাই সকাল সকাল ডিমের অমলেট না খাওয়াই ভাল। অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। গা-গোলাতে পারে আপনার। সহজে হজম হতেও চাইবে না এই খাবার। তাই ব্রেকফাস্টে ডিমের অমলেট বাদ দিয়ে আপনি ডিম সেদ্ধ খান। উপকার পাবেন বেশি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।