কলকাতা: বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়। কথিত আছে, এই বৈশাখী পূর্ণিমার দিনেই রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন বুদ্ধ। পাশাপাশি এই একই দিনে তিনি সিদ্ধিলাভ করেন ও মহাপরিনির্বাণ লাভ করেন বলে শোনা যায়। তাঁকে বিষ্ণুর নবম অবতার বলা হয়ে থাকে।
বুদ্ধ পূর্ণিমা তিথি: পঞ্জিকা মতে বৌদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩১ বৈশাখ রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ মে রবিবার শুরু হয়েছে বৌদ্ধ পূর্ণিমা তিথি। এদিন দুপুর ১২.৪৭ মিনিটে শুরু হয়েছে। আর চলবে ১৬ মে সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত।
জন্মগ্রহণ ও বোধিলাভ: এদিনেই নেপালের দক্ষিণাংশে এবং প্রাচীন ভারতবর্ষের যোধপুর রাজ্য নিয়ে একটি রাজপুত রাজ্য ছিল। সে রাজ্যের রাজধানী ছিল কপিলাবস্তু। এই রাজ্যের রাজা শুদ্ধোধনের ঔরসে মায়া দেবী'র গর্ভে খ্রিষ্ট-পূর্ব ৫৬৭-৫৬৩ অব্দের দিকে গৌতম বুদ্ধের জন্ম হয়। আর এই একই দিনে তিনি বিহারের এক জনপদের এক বোধিবৃক্ষের নীচে সিদ্ধার্থ থেকে বুদ্ধত্বে উন্নীত হন। বিহারের সেই জনপদকে আজকের মানুষ বুদ্ধগয়া হিসেবে চেনন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ দিন এই বুদ্ধপূর্ণিমা তথা। এ ছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
বুদ্ধের সমনাম: গৌতম, গৌতম বুদ্ধ, পদ্মপাণি, (বৌদ্ধ ধর্মমতে পদ্মফুল হাতে ধারণ করেন, এই অর্থে) বুদ্ধ, সিদ্ধার্থ, বোধিসত্ব, তথাগত। হিন্দু মতে তিনি বিষ্ণুর নবম এবং কলি কালের প্রথম অবতার।
বৈশাখী পূর্ণিমায় বিষ্ণুর আরাধনারও রীতি আছে। হিন্দুধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার মনে করা হয় গৌতম বুদ্ধকে। মনে করা হয় এ দিন চন্দ্রদেবতারও পুজো করার কথা বলা হয়। বুদ্ধপূর্ণিমায় বুদ্ধদেবের সঙ্গে বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করলে সব ইচ্ছে পূরণ হয়।
উল্লেখ্য, যাদের ভাগ্যছকে চন্দ্র খারাপ অথবা রাহুযুক্ত রয়েছে তাদের আগামী ২ দিন সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। শরীর চোট ও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।