কলকাতা : অনলাইনে হামেশাই আমরা কেনাকাটা করে থাকি। অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা একেক জনের এক এক রকমের। কেউ বলেন, তাঁরা অনলাইনে জিনিসের অর্ডার দিয়ে ভুয়ো জিনিস ডেলিভারি পেয়েছেন তো কেউ বলেন একদম ঠিকঠাকই প্রোডাক্ট পেয়েছেন অনলাইন শপিংয়ে। কিন্তু অনলাইনে শপিংয়ের মাধ্যমে নকল প্রোডাক্ট পাওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি হয়তো টাকা খরচ করে অনলাইনে প্রিয়জনের জন্য জন্য কোনও উপহার কিনলেন। কিন্তু ডেলিভারি দেওয়ার পর প্যাকেট খুলে দেখলেন যা কিনেছেন, তা ফেক প্রোডাক্ট আপনি পেয়েছেন। হয়তো কোনও দামি কোম্পানির ঘড়ি বা স্কিন কেয়ার প্রোডাক্ট অনলাইনে কিনলেন। কিন্তু দেখলেন আপনাকে ঠকিয়ে ভুয়ো জিনিস আপনাকে গছিয়ে দিয়েছে। আনন্দের দিনটা একেবারে মাটি হয়ে যাবে। অনলাইনে আসল জিনিসের পরিবর্তে নকল জিনিস ডেলিভারি দেওয়ার নমুনা অনেক পাওয়া যায়। তাই কয়েকটা সহজ টিপস মেনে চললে আপনাকে আর ঠকতে হবে না।


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনলাইনে কোনও জিনিস কেনার সময় বিশ্বাসযোগ্য যে কোনও বিক্রেতার কাছ থেকে কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। শুধু কম দামেই আকৃষ্ট হয়ে যাবেন না। ব্র্যান্ডেড দোকানের জিনিস কেনার চেষ্টা করবেন অনলাইনে।


২. কোনও অর্ডার দেওয়ার আগে প্রোডাক্ট এবং কোম্পানি সম্পর্কে রিভিউটা ভালো করে পড়ে নেবেন। এর আগে ওই কোম্পানি থেকে যাঁরা জিনিস কিনেছেন. তাঁরা কী রিভিউ দিয়েছেন, তা পড়লেই বুঝতে পারবেন। পাশাপাশি রিটার্ন পলিসি আছে কি না তাও দেখে নেবেন। এখন যে কোনও বিশ্বাসযোগ্য ই-কমার্স সাইটেই সহজেই জিনিস ফেরতের ব্যবস্থা থাকে। 


৩. যখন আপনাকে অর্ডার ডেলিভারি দিচ্ছে, তখন অবশ্যই খেয়াল করে দেখে নেবেন যে, প্যাকেজিং ঠিক আছে কি না। যদি কখনও বাক্সের মোড়ক খোলা অবস্থায় দেখেন, তাহলে বুঝবেন আপনার জিনিস ঠিক নেই। 


৪. যে কোনও নামী ব্র্যান্ডের জিনিসে কোম্পানির লোগো দেওয়া থাকে। ডেলিভারি হওয়ার পর সেটাও দেখে নিতে ভুলবেন না।