নয়াদিল্লি: ভাই-বোনের চিরন্তন অটুট সম্পর্ক উদযাপন করার দিন রাখী পূর্ণিমা। আজ, ২২ অগাস্ট, দেশ জুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন অনুষ্ঠান। ভাই-বোন একে অপরকে চিরকাল রক্ষা করার শপথ নিচ্ছেন আরও একবার।
ভাই-বোনের টক-ঝাল-মিষ্টি সম্পর্ক উদযাপনের এই দিনটি স্বভাবতই সব ভাই-বোনের কাছেই খুব স্পেশাল। এই বছর অবশ্য পরিবেশবান্ধব রাখীর চাহিদা বেশ ভালই। পরিবেশের ক্ষতি রুখতে এই ধরনের রাখীর দিকেই হাত বাড়িয়েছেন বহু ক্রেতা।
করোনা অতিমারী পরিস্থিতিতে বেশ কিছু রাখী প্রস্তুতকারক সংস্থা পরিবেশ বাঁচাতে 'পরিবেশবান্ধব রাখী' তৈরি করেন। এই বিশেষ রাখীগুলি তৈরি হয়েছে জৈব ভোজ্য রং, হাতে তৈরি কাগজ এবং তুলসি বীজ দিয়ে। এই রাখীগুলি ব্যবহারের পর ফেলে দিতে হবে না, বরং মাটিতে পুঁতলে বেড়ে উঠবে গাছ। আরও খানিক সবুজ বাড়বে পৃথিবীতে। এই রাখীগুলি তৈরির উদ্দেশ্য 'ইউজ অ্যান্ড থ্রো'-এর বদলে 'ইউজ অ্যান্ড গ্রো'। অর্থাৎ ফেলে না দিয়ে বড় করে তুলুন একটি গাছ। পরিবেশেরও উপকার এবং সেই সঙ্গে অভিনব পদ্ধতিতে রাখী উদযাপন করতে অনেকেই ঝুঁকেছেন এই বিশেষ রাখীর দিকে।
শুধু রাখীই নয়, হ্যাম্পারে থাকছে আরও বেশ কিছু উদ্ভিজ জিনিসপত্র। উদ্ভিজ পেন্সিল, নারকোলের জিনিসপত্র ইত্যাদি অনেক কিছুই থাকছে হ্যাম্পারে। এমনকী পুনর্ব্যবহারযোগ্য বাক্সে, হাতে লেখা নোট সমেত তৈরি হচ্ছে গিফট হ্যাম্পারগুলি। এই অভিনব উদ্যোগে ভাল সাড়া পেয়ে উচ্ছ্বসিত সংস্থাগুলিও। পরিবেশবান্ধব রাখী তৈরি অন্যতম এক সংস্থার দাবি, এই ধরনের রাখী তৈরির কারণ যাতে কোনও রাখীই সোজা আবর্জনায় না যায়। একইসঙ্গে সেগুলিকে ব্যবহার করে পরিবেশের উপকারও করা যাবে। গাছ পোঁতার মাধ্যমে পুনরায় ব্যবহারে লাগবে রাখীগুলি। ভাই-বোনের সম্পর্কের সঙ্গেই মজবুত হতে থাকবে গাছগুলিও। এমনটাই আশা করছেন সংস্থাগুলি।
নজরকাড়া অন্য ধরনের রাখীর তালিকায় অবশ্য আরও বেশ কিছু নামও আছে। যেমন, ক্রিস্টাল রাখী, এভিল আই বা হলমার্ক সোনার রাখী। ধরন অনুযায়ী দামেরও তারতম্য আছে। ৯৯ টাকা থেকে শুরু করে রাখীর দাম অনায়াসেই ৫০ হাজারের গণ্ডিও ছুঁয়েছে।