কলকাতা: ফের শহর কলকাতায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। নিউ আলিপুরে বাড়ির সামনে মহিলাকে কটূক্তি ও শ্লীলতহানি করার অভিযোগ উঠল। সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত অভিযোগকারীর বাবা। তাঁকে মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাঁচজনের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছে ওই পরিবার।