Chia Seeds: অনেকেই প্রতিদিন চিয়া সিড (Chia Seeds) খেয়ে থাকেন। সাতসকালে খালি পেটে জলে ভেজানো চিয়া সিড (Water Soaked Chia Seeds) খেলে অনেক উপকার পাওয়া যায়, একথা ঠিকই। কিন্তু বেশি পরিমাণে চিয়া সিড (Chia Seed Over Eating) খাওয়া হয়ে গেলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা (Health Problem)। তাই সতর্ক থাকুন। রোজ চিয়া সিড খেলেও অল্প পরিমাণে খেতে হবে। নাহলে বাড়বে বিপদ। সুস্থ থাকার পরিবর্তে, অসুস্থ হয়ে যাবেন আপনি।
চিয়া সিড বেশি খেলে কী কী সমস্যা হতে পারে, জেনে নিন
- চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই বেশি চিয়া সিড খেলে পেটের সমস্যা হতে পারে। পেট খারাপ, পেট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
- চিয়া সিড বেশি খেলে গা-গোলানো, বমি ভাব দেখা দিতে পারে। সেই সঙ্গে হতে পারে পেটে ব্যথা এবং ডায়েরিয়ায় সমস্যা। তাই এই জাতীয় লক্ষণ দেখা দিলে কয়েকদিন চিয়া সিড খাওয়া বন্ধ করুন।
- বেশি পরিমাণ চিয়া সিড খেলে অ্যালার্জি এবং র্যাশ দেখা দিতে পারে ঠোঁটে এবং জিভে। ফুলে যেতে পারে ঠোঁট এবং জিভ। তাই আপনি যদি এমনিতেই অ্যালার্জি-প্রবণ হন, তাহলে চিয়া সিড খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।
- চিয়া সিডে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড নামের একটি বিশেষ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই বিশেষ উপকরণ বেশি খাওয়া হলে প্রস্টেট ক্যানসারের সমস্যা দেখা দিতে পারে বলে জানা গিয়েছে গবেষণায়।
- অতিরিক্ত পরিমাণে চিয়া সিড খেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রভাবে রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে। রক্ত পাতলা হয়ে যেতে পারে। অর্থাৎ রক্তের ঘনত্ব কমবে।
- লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে চিয়া সিড খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন অতি অবশ্যই। কারণ অতিরিক্ত চিয়া সিড খেলে রক্তচাপ আচমকাই অনেকটা কমে যেতে পারে।
- চিয়া সিডে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বেশি। তাই বেশি পরিমাণে চিয়া সিড খেলে ওজন কমার বদলে বাড়তে পারে।
- চিয়া সিড ভালভাবে জলে ভিজিয়ে রেখে না খেলে গলায় আটকে যেতে পারে খাওয়ার সময়। তার ফলে বাড়তে পারে বিপত্তি। অতএব যেদিন চিয়া সিড খাবেন তার আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। তাহলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।