কলকাতা : উদ্বেগের আরেক নাম নিউমোনিয়া ( Childhood Pneumonia )। চিনে শিশুদের মধ্য়ে দ্রুত ছড়াচ্ছে ফুসফুসের সংক্রমণ। কোভিডের ৩ বছর পর ফের সংক্রমণজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এনিয়ে ইতিমধ্য়েই বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতে সতর্ক থাকা এবং নজরদারির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। 


করোনার পর এবার রহস্যজনক নিউমোনিয়া। ফের ভয় ধরাচ্ছে চিনে রকেট গতিতে ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধি। এ দেশেও কি থাবা বসাতে পারে ওই নিউমোনিয়া? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক কেন্দ্রীয় সরকার। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।  

চিকিৎসক অপূর্ব ঘোষ জানালেন, ' জ্বর, সর্দি, কাশি, শ্বাস তাড়াতাড়ি চলা, এরকম লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে'। তবে এখনই এবিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসক ঘোষের। তবে তিনটি F কে গুরুত্ব দিয়ে দেখতে বললেন তিনি। ফিভার, ফিডিং, ফস্ট ব্রিদিং - এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে বলে মনে করছেন তিনি। 


অক্টোবরের মাঝামাঝি থেকে চিনের বেজিং ও লিআওনিং প্রদেশে হঠাৎ করে রহস্যজনক নিউমোনিয়া ছড়াচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে স্কুল পড়ুয়া শিশুরা। কয়েকটি জায়গায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও ছড়িয়েছে সংক্রমণ। ধুম জ্বর, ফুসফুসের সমস্যার মতো ফ্লুয়ের উপসর্গ থাকলেও কাশি হচ্ছে না। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, এই সংক্রমণের নেপথ্যে রয়েছে মাইক্রোপ্লাজমা নিউমনি নামক ব্যাকটেরিয়া। তবে ভাইরাস না ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ ছড়াচ্ছে, তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে এখনও এর প্রভাব দেখা যায়ি, এটাই সৌভাগ্য। তাবলে গা-ছাড়া ভাব নয়, করোনা-অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই সতর্ক প্রশাসন। 

ডা. অপূর্ব ঘোষ জানালেন 'মাইক্রোপ্লাজমা নিউমনি প্রত্যেক বছর হয় এমন নয়, হয়ত ৪ বছরের  সাইকলে হয়।' ফুসফুসরোগ বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্যায় জানালেন, 'কোভিডের সময়ও এই ব্যাপারটা হয়েছিল, প্রথম প্রথম তেমন খবর পাওয়া যেত না। তাই সন্দেহ থেকে যায়। তবে এখনই প্যানিক বাটন প্রেস করার কিছু নেই।' 


পরিস্থিতি মোকাবিলার জন্য হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বেড, ওষুধপত্র, ইনফ্লুয়েঞ্জা টিকা, অক্সিজেন, অ্য়ান্টিবায়োটিক, পিপিই, টেস্ট কিট মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ILI বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ও সিভিয়ার অ্য়াকিউট রেসপিরেটরি ইলনেস- এই দুই রোগের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে।  


চিকিৎসকরা বলছেন, চিনে দেখা দেওয়া সংক্রমণ অন্য়ত্র ছড়িয়ে পড়তেই পারে। এক্ষেত্রে ভাইরাস চিহ্নিত করার উপর জোর দিচ্ছেন তারাঁ। সতর্ক থাকতেও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নজরদারি বিশেষ করে চিন থেকে আসা মানুষের উপর নজরদারিতেও জোর দিচ্ছেন চিকিৎসকরা। 


চিনা নিউমোনিয়ার উপসর্গগুলি কী কী  



  • জ্বর

  • সর্দি

  • কাশি ও শ্বাসকষ্ট 

  • ফুসফুসে সংক্রমণ 

  • কিছু কিছু ক্ষেত্রে শিশুদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। 

  •  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন : 


কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ