কলকাতা: আর মাত্র কয়েকটা দিন পরই বহু প্রতিক্ষীত সেই দিন আসছে। বড়দিন। সারা বছর যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমরা। ছোট থেকে বড়, সকলের কাছেই এই দিনটা সত্যিকারের বড়দিন (Christmas Day)। বিশেষ এই দিনে বাড়ি সেজে ওঠে ক্রিসমাস ট্রি, বেলুন, আরও নানারকম জিনিসে। আর সবথেকে বড় আকর্ষণ অবশ্যই কেক। বড়দিনের কেক। বাড়ির খুদে সদস্যদের কাছে এই দিনের বড় পাওনা উপহার। সান্তাক্লজ এসে তাদের ঝুলিয়ে রাখা মোজায় উপহার রেখে যাবে, সেই আশায় তারাও মোজা ঝুলিয়ে রাখে। আর আপনি হয়ে উঠতে পারেন বাড়ির খুদে সদস্যদের কাছে সবথেকে সেরা সান্তাক্লজ। কী কী উপহার দিতে পারেন এই বিশেষ দিনে?
১. চকোলেট খেতে প্রায় সমস্ত বাচ্চাই খুবই পছন্দ করে। তাই এই বিশেষ দিনে ওদের চকোলেট উপহার দিতে পারেন। এই সময়ে দোকানে বাজারে নানারকমের চকোলেট পাওয়া যায়। বড়দিন স্পেশাল চকোলেটও এই সময়ে পাওয়া যায়। এছাড়াও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন চকোলেট।
আরও পড়ুন - Lifestyle News: কিছুতেই মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারছেন না? রইল সহজ উপায়
২. বড়দিনের সময়ে যেকোনও কিছুর মধ্যেই সান্তাক্লজের ছবি বাচ্চাদের খুবই পছন্দের। তাই খুদে সদস্যের ঘর সাজিয়ে দিন সান্তাক্লজ থিমে। বিছানার চাদর থেকে নানা কিছু, সান্তাক্লজ প্রিন্টের কিনে আনতে পারেন। তার সঙ্গে উপযুক্ত সময়ে জিঙ্গল বেল বাজিয়ে দিতে ভুলবেন না। অনলাইনেও এই সমস্ত উপহার কিনতে পাওয়া যায়। পছন্দ মতো কিনে নিন আর সাজিয়ে দিন নতুন কায়দায়।
৩. যদি আপনার বাড়ির বাচ্চাদের গান পছন্দের হয়ে থাকে, তাহলে এই বিশেষ দিনে ওদের কোনও একটা গানের যন্ত্রাংশ উপহার দিতে পারেন। সেটা হারমোনিয়াম হতে পারে আবার গিটারও হতে পারে। যেটা আপনার সন্তানের সবথেকে পছন্দের। এই উপহারটা নিজে সান্তাক্লজ সেজেও দিতে পারেন। আরও মজাদার হয়ে যাবে দিনটি।
৪. অনেক বাচ্চাই ছোট থেকে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন প্রভৃতি খেলতে পছন্দ করে। বড়দিনের বিশেষ দিনে ওদের জন্য এই সমস্ত খেলার সরঞ্জাম কিনে দিতে পারেন। একে বাচ্চাদের শরীরচর্চাতেও অনেক উপকার হবে। ওরা আনন্দেও থাকবে আবার স্বাস্থ্যকরও থাকবে।