কলকাতা: এসি বাসের বদ্ধ পরিসরে রয়েছে করোনা সংক্রমণের শঙ্কা। বিশেষজ্ঞদের মতে, বাসে কোনও উপসর্গহীন করোনা আক্রান্ত থাকলে এবং তাঁর ড্রপলেট এসি-র হাওয়ায় ভেসে বেড়ালে, অন্য যাত্রীদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। চিনে এমন একটি ঘটনাও ঘটেছে।
আনলক পর্বের শুরু থেকেই বাস চলাচল শুরু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে যতগুলি আসন, ততজনই যাত্রী তোলার নির্দেশ দিয়েছে প্রশাসন। কোথাও কোথাও অবশ্য নিয়ম ভাঙার ছবিও দেখা যাচ্ছে।
কিন্তু, বাসে যত আসন, তত যাত্রী উঠলেও কি তা আদৌ নিরাপদ? চিনের একটি ঘটনার উদাহরণ দিয়ে বিশেষজ্ঞরা দাবি করছেন, একেবারেই নয়। বিশেষ করে এসি বাস তো নয়ই। এসি বাসের প্রথম সারিতে কোনও উপসর্গহীন করোনা আক্রান্ত থাকলে, তাঁর থেকে অজান্তেই সংক্রমণ ছড়াতে পারে শেষ সারিতে বসে থাকা যাত্রীর শরীরেও।
উপসর্গহীন কোনও যাত্রীর শরীরে করোনা ভাইরাস থাকলে বাকিদের পক্ষে বোঝা সম্ভবই নয়। সেক্ষেত্রে একজনের থেকেই, বাকিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে হু হু করে। কিন্তু, কাজে যেতেই হবে। বাসে উঠতেই হবে। সংক্রমণ ঠেকাতে কী করণীয়।
বিশেষজ্ঞদের পরামর্শ -
- বাসচালক এবং যাত্রীদেরই সতর্ক হতে হবে।
- নিজেদের সুরক্ষার্থেই বাসে কম ভিড় রাখতে হবে।
- ড্রপলেট যাতে হাওয়ায় না মেশে, সেজন্য মাস্ক পরতে হবে।
- বাসের কোনও অংশের সংস্পর্শ এড়াতে গ্লাভস ব্যবহার করতে হবে।
- হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং তা ব্যবহার করতে হবে।
- সম্ভব হলে অবশ্যই বাসের জানলা খোলা রাখতে হবে।
- যাতে হাওয়া চলাচল করতে পারে এবং কোনও জীবাণু বাসের ভিতর হওয়ায় না থেকে যেতে পারে।