COVID-19 UPDATE 31st December 2022: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৪৪।  দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৮৯১।



এখনও পর্যন্ত ২২০.১০ কোটি মোট ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে দেশে।  এর মধ্যে ৯৫.১৩ কোটি দ্বিতীয় ডোজ এবং ২২.৪০ কোটি সতর্কতামূলক ডোজ।  গত ২৪ ঘন্টায় ৯১,৭৩২ টি ডোজ দেওয়া হয়েছে। ভারতের সক্রিয় করোনা আক্রান্ত বর্তমানে ৩৬৫৩ এ দাঁড়িয়েছে।


শুক্রবারের পরিসংখ্যান অনুসারে,


আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৬৮।  দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৮৯১। 


 বিভিন্ন দেশে নিজের শক্তি বুঝিয়েছে করোনার নানা স্ট্রেন


সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হলে উদ্বেগ, আর সংক্রমণ কমলে স্বস্তি। ২০২০-র ফেব্রুয়ারির পর থেকে এভাবেই চলছে আমাদের জীবন। এই ক-বছরে, বদলেছে পরিস্থিতি, সেই সঙ্গে বদলেছে করোনার স্টেনও। আলফা, বিটা, গামা, ডেল্টা
থেকে ওমিক্রন। বারবারে, বিভিন্ন দেশে নিজের শক্তি বুঝিয়েছে করোনার নানা স্ট্রেন।

সময়টা ২০১৯, চিনের উহান প্রদেশে প্রথম ধরা পড়ে করোনা সংক্রমণ। তারপর, ছড়িয়েছে গোটা বিশ্বে। আমরা পরিচিত হয়েছিল অতিমারীর সঙ্গে। লকডাউন, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ববিধি, এই সব শব্দের সঙ্গে পরিচিত হয়েছি আমরা। আর এসবের মধ্যেই ২০২০ সালে, নিজের শক্তি বোঝায় করোনার নতুন স্ট্রেন আলফা। যার শুরুটা হয়েছিল ইংল্যান্ড থেকে। ২০২১ সালে, বিশ্বজুড়ে দাপিয়েছে করোনার একাধিক স্ট্রেন।

দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো বিটা, ব্রাজিল থেকে ছড়ানো গামা, বিশ্ববাসীর কালঘাম ছুটিয়ে দিয়েছিল। ২০২১-এর শেষের দিকে আসে ওমিক্রন। গ্রিক শব্দমালার পনেরোতম শব্দ ওমিক্রন। এর নামেই নামকরণ করা হয় করোনার নতুন ওই স্ট্রেনের। 

তার দাপট দেখেছি আমরা। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের হাহাকার। শ্মশানে শ্মশানে মৃতদেহের লাইন। 
বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছর ধরে চলা পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে আমাদের মনের উপর। এবার কি আমরা এই চাপ থেকে মুক্ত হতে চলেছি ?