নয়াদিল্লি :  তিন বছর আগে, যে চিন ( China Coronavirus ) থেকে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। হয়েছে মৃত্য়ুও। এই পরিস্থিতিতে সতর্ক ভারত।


সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক


মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য়সচিবের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ভাইরাসের চরিত্র বুঝতে জোর দিতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। করোনার কোনও নতুন প্রজাতি এসেছে কিনা, তা খুঁজে বার করতে হবে। বুধবার সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক।


কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেছেন, সমস্ত রাজ্যগুলিকে নিশ্চিত ভাবে সবকটি করোনা পজিটিভ নমুনা প্রতিদিন নির্দিষ্ট INSACOG জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিগুলিতে (IGSLs) পাঠাতে হবে। 


চিনে করোনার প্রকোপ


ভূষণ আরও উল্লেখ করেছেন যে ভারত টেস্ট-ট্র্যাক-ট্রিট- ভ্যাকসিনেশন ও কোভিড উপযুক্ত আচরণ মেনে চলার উপর জোর দিয়ে কোভিড -19 ভাইরাসের সংক্রমণকে অনেকটা আটকাতে সক্ষম হয়েছে। তবে ইদানীং আবার চিনে করোনার প্রকোপ দেখা দেওয়ায় চিন্তিত ভারত। 


তাই এই মুহূর্তে রাজ্যগুলিকে কী নির্দেশ দেয় কেন্দ্র, সেই দিকেই তাকিয়ে সকলে। 









দেশের করোনা পরিসংখ্যান


 দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই।  আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা ভাবাচ্ছে চিকিৎসকদের। আশঙ্কা, আবার কি কোনও ঢেউ আছড়ে পড়বে এদেশে ? স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, 



  • গত ২৪ ঘণ্টায়  দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। 

  • দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৮৭। 

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৬৭ জনের।