ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : চিনের করোনা পরিস্থিতি দেখে সতর্ক ভারত। কেন্দ্রীয় সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক অর্থাৎ অত্য়ন্ত দ্রুত গতিতে ছড়াতে পারে।
এক্ষেত্রেও আক্রান্তদের উপসর্গগুলি মোটের ওপর একই। যেমন...
- ঠাণ্ডা লাগা
- জ্বর
- ক্লান্তি
- মাথাব্য়াথা
- শরীরে অসহ্য় ব্য়াথা
- গলা ব্য়াথা
- সর্দি
ভাইরাস বিশেষজ্ঞরা এও বলছেন, ইনকিউবিশন পিরিয়ডও কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭। এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট।
আরও পড়ুন :
অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে করোনার নতুন ভ্যারিয়েন্ট !
তবে বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্য়ে মৃত্য়ুর হার অত্য়ন্ত কম। চিন, আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক-সহ একাধিক দেশে এই সাবভ্যারিয়েন্ট সনাক্ত করা হয়েছে।
এই পরিস্থিতিতে স্বাস্থ্য-মন্ত্রকের কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থাৎ ফিরছে মাস্ক। এদিন বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী সতর্কতার সুরে ট্য়ুইট করে বলেন, “কোভিড এখনও যায়নি।”
এই পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে, ভারতে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 আক্রান্ত ৩ জনের হদিশ মিলেছে। মনেই বর্ষবরণ। তার আগে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে ফের সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
- ভারতে করোনা পদক্ষেপ
- কোভিড মোকাবিলায় জরুরি ভিত্তিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, মঙ্গলবার দেশের বিভিন্ন হাসপাতালে তা নিয়ে মহড়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি সরকারি হাসপাতালে মহড়া পরিদর্শনে যাবেন। চিন সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার আগরায় জারি হল সতর্কতা। এবার তাজমহলে যেতে হলে করাতে হবে করোনা পরীক্ষা । জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এবার পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হচ্ছে করোনা পরীক্ষা।