কলকাতা : কোভিড আজও পুরো বিশ্বের কাছে একটা ত্রাস। কোভিড কাল কেটে গেলেও তার প্রভাব আজও কমেনি। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, কোভিডের জীবাণু নাকি ফুসফুসে থেকে যেতে পারে দুই বছর পর্যন্ত। অর্থাৎ কোভিডে আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরেও কোভিড (Covid Virus) ভাইরাস পুরোপুরি নির্মূল হয় না। আপনার শরীরেই বাসা বেঁধে থাকতে পারে সেই মারণ ভাইরাস। একটি সমীক্ষায় সম্প্রতি জানা গিয়েছে, কোনও কোনও ব্যক্তির ফুসফুসে কোভিড আক্রান্ত হওয়ার ১৮ মাস পরেও SARS Cov-2 ভাইরাসের অস্তিত্বের সন্ধান পাওয়া গিয়েছে। আর এ থেকেই ফের একবার কপালে ভাঁজ বিশ্ববাসীর।


সমীক্ষায় জানা গিয়েছে, কোভিডে (Covid Virus) আক্রান্ত হওয়ার এক-দু সপ্তাহের মধ্যেই শ্বাসনালীর ভিতরে কোভিড ভাইরাস এমনভাবে নিজেকে লুকিয়ে নেয় যাতে তাকে আর শনাক্ত করাই অসম্ভব হয়ে পড়ে। ফরাসি গবেষণা সংস্থা সিইএর সঙ্গে যৌথভাবে ইনস্টিটিউট প্যাস্টিউর পশুর ফুসফুস কোষের মধ্যে এই পরীক্ষা করেছে। 'নেচার ইমিউনোলজি' পত্রিকায় প্রকাশিত সেই গবেষণাপত্রে দেখা গিয়েছে, কোনও কোনও ব্যক্তির ফুসফুসে কোভিড আক্রান্ত হওয়ার ১৮ মাস পরেও SARS Cov-2 ভাইরাস থাকতে পারে। তবে সেই ব্যক্তির জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেই একমাত্র সেই ভাইরাস বাসা বাঁধতে পারে বলে জানা গিয়েছে।


গবেষকরা জানাচ্ছেন যে, বেশ কিছু ভাইরাস শরীরে আক্রমণ করার পর শরীরেরই কোনও একটি নির্দিষ্ট স্থানে নিজেকে এমনভাবে লুকিয়ে নেয় এবং বাসা বাঁধে যাকে বিজ্ঞানের ভাষায় বলে 'ভাইরাস রিজার্ভার' (Virus Reservor)। এইচ আই ভি ভাইরাসের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একইরকম ঘটে। কোষের মধ্যে ভাইরাস থেকে যায় অনেকদিন পর্যন্ত। ফলে যে কোনও সময় সেই ভাইরাস পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। গবেষকরা এও জানিয়েছেন যে, ফুসফুসে স্থিত ভাইরাসের পরিমাণ ওমিক্রন স্ট্রেনের তুলনায় SARS Cov-2 স্ট্রেনের ক্ষেত্রে অনেকটাই বেশি।  


এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে যেভাবে তা ভাইরাস রিজার্ভার তৈরি করতে পারে, যে কোনও সময় রেপ্লিকেট করতে পারে, এক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করে ফুসফুসে স্থিত কোভিড ভাইরাসের অস্তিত্ব সন্ধানের চেষ্টা করেছেন গবেষকরা। সাধারণ পিসিআর টেস্টে (PCR Test) এই ভাইরাস ধরা পড়ে না। অ্যালভিওলার ম্যাক্রোফাজের ইমিউন কোষের মধ্যেই প্রথম কোভিড ভাইরাস (Covid Virus)  খুঁজে পান গবেষকরা।


আরও পড়ুন: ওজন বাড়ার ভয় নেই, ময়দা আর চিনি ছাড়াই বানিয়ে ফেলুন শীতের ডায়েট কেক