কলকাতা: ইতিমধ্যেই নানা জায়গায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'জওয়াদ' (Jawad)। যদিও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা কলকাতা ও হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 


জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্যরা জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে দ্রুত নিকাশির ব্যবস্থাও করা হয়েছে।


আরও পড়ুন - Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল । Bangla News


যে ঘূর্ণিঝড়কে নিয়ে চারিদিকে এত চিন্তায় রয়েছেন প্রশাসনের কর্তারা থেকে সাধারণ মানুষ, সেই 'জওয়াদ' শব্দের মানে কী (Jawad Name Meaning)? কীভাবেই বা এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে? জানা যাচ্ছে, সৌদি আরব থেকে এই ঝড়ের নামকরণ করা হয়েছে 'জওয়াদ'। আরবী শব্দ 'জওয়াদ'-র মানে 'উদার'। জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার অর্থ, এই ঝড় অন্যান্য ঝড়ের তুলনায় ততটাও ভয়ঙ্কর নয়। 'জওয়াদ' শব্দের মানে বাংলায় 'দয়ালু' বা 'উদার' হিসেবেও জানা যাচ্ছে। 


প্রসঙ্গত, জওয়াদের (Jawad) জেরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল। কাল আকাশপথের পরিবর্তে ট্রেনে মালদা (Malda) যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জে (Raiganj) দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক। বুধবার প্রথমে মালদা, পরে বহরমপুরে প্রশাসনিক বৈঠক। কাল তিনদিনের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন - Cyclone Jawad: দুর্যোগের আশঙ্কায় বন্ধ করা হল হলদিয়া ফেরি সার্ভিস | Bangla News