India Corona Update: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত ৮, ৮৯৫

India Corona Update: বিহার ও কেরল মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪১৫।  

Continues below advertisement

নয়াদিল্লি: ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যেই দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ (Corona Update)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৬০৩।  

Continues below advertisement

বিহার ও কেরল মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪১৫।  

 

দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ২৫৫।

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই আগের দিনের তুলনায় শনিবার রাজ্যেও বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Updates)। তবে মৃতের সংখ্যা কমেছে। রাজ্যের (West Bengal) স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬২১। ১১জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বহাল কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে।

আরও পড়ুন: Omicron Variant : এবার দিল্লিতে, দেশে পঞ্চম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্তর সংখ্যা ৬২১। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৬০৮। মৃতের সংখ্যা ছিল ১৩। এদিনের পরিসংখ্যানে দৈনিক মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তর সংখ্যা।

Continues below advertisement
Sponsored Links by Taboola