Lemon: ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন করার জন্য অনেকেই লেবুর (Lemon Juice) ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে পাতিলেবুর রস ব্যবহার করাই ভাল। একাধিক উপকার পাওয়া যায়। ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা (Skin Care) করার ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন পাতিলেবুর রস। এই উপকরণ ব্যবহার করার কয়েকটি নিয়ম রয়েছে। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।



  • আপনার ত্বকে কালচে দাগছোপ থাকলে কিংবা ট্যানের সমস্যা লক্ষ্য করা গেলে তা দূর করতে সাহায্য করে এই পাতিলেবুর রস। তবে ত্বকের পরিচর্যায় লেবু ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। সেগুলি দেখে নেওয়া যাক।

  • লেবুর রস ত্বকের জেল্লা বাড়াতে কাজে লাগে। তবে সরাসরি লেবুর রস ত্বকে ব্যবহার না করাই ভাল। কোনও উপকরণের সঙ্গে মিশিয়ে তারপর ব্যবহার করুন।

  • ত্বকে স্ক্রাব করার ক্ষেত্রেও ব্যবহার করা যায় পাতিলেবুর রস। শীতের মরশুমে যাঁদের ঠোঁট ফেটে যাওয়ার প্রবণতা দেখা যায় তাঁরা অল্প চিনি কিংবা মধুর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এই সুগার স্ক্রাবের সাহায্যে ঠোঁট ফাটার সমস্যা কমবে।

  • অনেকেই ত্বকের পরিচর্যার জন্য বাড়িতে ফেসপ্যাক তৈরি করে থাকেন। সেক্ষেত্রে একটি উপকরণ অবশ্যই লেবুর রস রাখতে পারেন। শীতের মরশুমে ত্বক খুব রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকে আর্দ্রভাব বজায় রাখতে চাইলে অলিভ অয়েলের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

  • আমাদের কনুই এবং হাঁটুতে কালচে দাগছোপ দেখা যায়। প্রায় সকলেরই কমবেশি এই সমস্যা রয়েছে। লেবুর রস এই কালচে দাগছোপ দূর করতে সাহায্য করে।

  • ন্যাচারাল ট্যান রিমুভার হিসেবে পাতিলেবুর রসের জুড়ি মেলা ভার। টক দইয়ের সঙ্গে অল্প পাতিলেবুর রস মিশিয়ে কালচে দাগছোপের জায়গায় লাগালে কয়েকদিনের মধ্যে দাগ ফিকে হয়ে যাবে।

  • পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন আমাদের ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি মোলায়েম ভাব বজায় রাখতেও সাহায্য করে। তাই ভিটামিন সি বেসড ফেস সিরাম ব্যবহার করতে পারেন আপনি।

  • লেবু মানে শুধু যে পাতিলেবুর রসই ব্যবহার করা যাবে তা কিন্তু নয়। আপনি কমলালেবুর রস বিশেষ করে কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন ফেসপ্যাক কিংবা ফেস স্ক্রাব তৈরির জন্য।

  • লেবুর রস ত্বকের পরিচর্যায় বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। খালি খেয়াল রাখবেন এই উপকরণ যেন সরাসরি ত্বকে ব্যবহার করা না হয়। কারণ এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকে বিরূপ প্রভাব ফেলতে পারে।


আরও পড়ুন- ৩১ ডিসেম্বর রাতভর পার্টির পরিকল্পনা রয়েছে? হ্যাংওভার কাটাতে কোন ধরনের পানীয় খেতে পারেন?