কলকাতা: অকালে চুল পড়ে যাওয়া, চুল অকালে সাদা হয়ে যাওয়া, খুসকি, চুলের ঘনত্ব কমে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়ার মতো একাদিক চুলের সমস্যা দেখা দেয় আমাদের মধ্যে বহু মানুষের। কিন্তু চুলের যত্ন (Hair Care) করতে গিয়ে বহু মানুষই চুলের ক্ষতি করে ফেলছেন। এমন বহু ভ্রান্ত ধারণা বহু মানুষের মনে রয়েছে। তাই বিশেষজ্ঞরা সেই সমস্ত ভ্রান্ত ধারণাকে এখনই ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন। যাতে যত্ন করতে গিয়ে আদতে চুলের ক্ষতি করে ফেলছেন।


আরও পড়ুন - Dandruff Home Remedies: চটজলদি খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, বহু মানুষের ধারণা রয়েছে যে, ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধির জন্য দারুণ উপকারী। কিন্তু আসলে ক্যাস্টর অয়েল চুলের জন্য ক্ষতিও যেমন করে না, তেমন বিশেষ কোনও উপকারও করে না বলে মত তাঁদের।


২. বহু মানুষের ধারণা রয়েছে যে, পেঁয়াজের রস চুলে লাগালে চুলের দ্রুত বৃদ্ধি হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, পেঁয়াজে থাকা সালফার চুল পড়ে যাওয়া রোধ করে। কিন্তু পেঁয়াজের রস সমস্ত রকমের চুলের জন্য উপকারী নয়।


আরও পড়ুন - Shampooing tips: চুলের স্বাস্থ্য বজায় রাখতে শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানেন তো?


৩. বহু মানুষ বলে থাকেন যে, যত চুল কাটা হবে, তত বেশি তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হবে। এই ধারণাকে একেবারেই নষ্যাত করে দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন যে, চুল নতুন করে গজায় স্কাল্প থেকে। চুলের ডগা থেকে চুল নতুন চুল গজায় না। 


৪. অনেকেই বলে থাকেন যে, সাদা হয়ে যাওয়া চুল বা পাকা চুল টেনে তুলে ফেললে নাকি পাকা চুলের পরিমাণ আরও বেড়ে যায়। এই ধারণাকেও একেবারেই ভ্রান্ত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 


তাই চুল সংক্রান্ত যদি এমন কোনও ধারণা কারও মনে থেকে থাকে, তাহলে এখনই তা মন থেকে দূর করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যাতে চুলের যত্ন করতে গিয়ে আখেরে চুলের ক্ষতিই না করে ফেলেন। এছাড়া কখনও চুলের কোনও সমস্যা হলে সবার প্রথমে চিকিতসকের সঙ্গে পরামর্শ করার কথা বলছেন তাঁরা।