কলকাতা: করোনার কাঁটা পেরিয়ে ফের আলোর উৎসবে (Diwali 2022) ভাসতে চলেছে গোটা দেশ। গত দুবছরে মারণ ভাইরাসের কারণে উৎসবে খানিক ভাটা পড়েছিল। তবে সে রেশ কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরছে দেশ। উৎসব মানে যেমন আনন্দ তেমন উৎসব পালনে বেশ কিছু সতর্কতাও মেনে চলতে হয়। বিশেষ করে আলোর উৎসব মানেই আতসবাজি (Crackers) এবং ধোঁয়া। সূত্রের খবর, গত কয়েকবছরে এই ধোঁয়া থেকে চোখের সমস্যা মারাত্মক হারে বেড়েছে। তাই উৎসবে সামিল হলেও, পরিবারের বর্ষীয়ান এবং কনিষ্ঠ সদস্যের প্রতি বিশেষ নজর দেওয়া বাঞ্ছনীয়।


আলোর উৎসবে সতর্ক থাকার পরামর্শ: আতসবাজি বা শব্দবাজি থেকে চোখের আঘাত পেলে অন্ধ হওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, বাজির ধোঁয়াতে চোখে জ্বালা ভাব হতে পারে। বাজি ফাটানোর সময় কনট্যাক্ট লেন্স না পরাই ভাল। পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখেই বাজি ফাটানো উচিত। চোখে আঘাত লাগলে হাত দেবেনা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কোনও রাসায়নিক পদার্থ চোখে গেলে জলের ঝাপটা দিতে থাকুন। একইসঙ্গে সমস্যার কথা চিকিৎসককে জানান। উৎসবের দিনগুলিতে কীভাবে নিজের এবং পরিবারের যত্ন নেবেন? কী কী সতর্কতা মানতেই হবে? কী কী করবেন না? রইল বিস্তারিত।


কী করবেন?



  • লাইসেন্স রয়েছে এমন কারোর থেকে বাজি কিনুন।

  • এক বালতি বালি বা অগ্নি নির্বাপক যন্ত্রের বন্দোবস্ত রাখুন।

  • এমন জায়গায় বাজি ফাটান যেখানে দাহ্য পদার্থ নেই।

  • বাজি ফাটানোর সময় সবরকম সাবধানতা অবলম্বন করতে হবে।

  • এক বালতি জল রাখুন, আতসবাজি পোড়ানো হলে সেটায় ফেলে দিন।

  • ঘিঞ্জি এলাকার পরিবর্তে ফাঁকা জায়গায় বাজি ফাটান।


কী করবেন না?



  • বাড়ির ছোট সদস্যদের একা বাজি ফাটাতে দেবেন না।

  • বাজি ফাটানোর সময়ে পরনে থাকুক সুতির হালকা পোশাক।

  • চোখে বা অন্য কোথাও আঘাত লাগলে, ক্ষত অংশে তেল বা ক্রিম দেবেন না।

  • যে কোনওরকম সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।

  • বাজি হাতে রেখে কখনও তাতে আগুন দেবেন না।

  • জ্বলন্ত প্রদীপের কাছে বাজি রাখবেন না।


উৎসবের দিনগুলিতে প্রত্যেককে বাড়তি সতর্ক হতে হবে। দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত সাবধানতাও প্রয়োজন। সবরকম নিয়ম মেনে প্রিয়জনদের সঙ্গে সামিল হোন এই আলোর উৎসবে।


আরও পড়ুন: Diwali 2022 : দীপাবলিতে ঝাড়ু কিনে ঘরে আনুন সৌভাগ্য, ব্যবহার করুন এই রীতিতে