পানাজি : 'আমি বহিরাগত নই, ভারতের যে কোনও জায়গায় যেতে পারি' গোয়ায় দাঁড়িয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সরাসরি বিজেপির দিকে আক্রমণের সুর চড়িয়ে তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো বলেন, ‘বিভাজনের রাজনীতি করি না। বিভেদের রাজনীতিতে প্রশ্রয় দিই না। বিজেপি (BJP) মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে।’ পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওপর টানা আক্রমণের প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'অসম, উত্তরপ্রদেশে যেতে দেওয়া হয় না। ত্রিপুরায় মারধর করা হয়।'


গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রচার-প্রসারের লক্ষ্যে এদিন সন্ধেয় বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা সামনে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘বাংলায় বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বাংলায় ২ লক্ষ শিল্পীকে আর্থিক সাহায্য করা হয়।বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের উন্নতিতে কাজ করে চলেছে বাংলার সরকার।' যার পরই তিনি জোড়েন, 'বাংলার মতো গোয়াতেও বিনামূল্যে স্বাস্থ্য-শিক্ষা দেওয়া হবে।’ গোয়ার বিজেপি সরকার ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের সুরে তিনি বলেন, ‘কৃষকদের জন্য লড়াই করেছি, যাঁরা অন্ন দেয়, তাঁদের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না। অচ্ছে দিনের নামে গ্যাস-খাবারের দাম বাড়াচ্ছে, শুনে রাখুন সেটাকে অচ্ছে দিন বলে না। মানুষের মুখে হাসি কেড়ে নিজেদের কোষাগার ভরাটাই এদের কাছে অচ্ছে দিন।’


আরও পড়ুন- গোয়ায় চমক, তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা


আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচন যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেটা বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যা বলব, সেটা করে দেখাব, এটাই নীতি হওয়া উচিত রাজনীতিকদের। গোয়ায় এসে খুব ভাল লাগল। আবারও আসব।’ এদিনই তৃণমূল কংগ্রেসে যোগদান করেঠেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দিলেন এই টেনিস তারকা। এদিকে, তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের নাফিসা আলিও (Nafisa Ali)। গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে তিনি দলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে। কলকাতায় জন্ম নাফিসা আলির। সাঁতারে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪ সালে লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন নাফিসা। ২০০৯ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান তিনি। পরে ফিরে আসেন কংগ্রেসে। আজ মৃণালিনী দেশপ্রভুও তৃণমূলে যোগ দেন।