কলকাতা: ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Ashani)। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি (Rain)। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এমনটাই। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে, উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরাল ভাবে এগোবে ঘূর্ণিঝড়। যার জেরে উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। অন্যদিকে একই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে কী করবেন আর কী করবেন না, তা জেনে রাখা জরুরি।


ঘূর্ণিঝড় আসার আগে যা করা দরকার- (Cyclone Do's & Don'ts)


১. ঘূর্ণিঝড়ের আগে দেখে নিন বাড়ির কোনও রজা বা জানালার পরিস্থিতি দুর্বল রয়েছে কিনা। কোথাও কোনও টাইলস খোলা রয়েছে কিনা তাও দেখে নেওয়া জরুরি। নাহলে প্রবল ঝড়ে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।


২. বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখুন। মৃত বড় গাছ সরিয়ে ফেলুন। নাহলে ভেঙে পড়তে পারে। বাড়ির নর্দমা পরিষ্কার রাখুন। খোলা ইট, পাথর সমস্ত সরিয়ে ফেলুন।


৩. ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তাই আগে থেকে হ্যারিকেন বা চিমনিতে কেরোসিন তেল ভরে রাখুন। এছাড়াও হাতের কাছে টর্চ এবং অন্য আলোর বন্দোবস্ত করে রাখুন।


৪. মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখতে ভুলবেন না। যাতে প্রয়োজনে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেন।


আরও পড়ুন - Mother's Day 2022: যত্ন নিন মায়ের শরীরের, জানুন অস্টিওআর্থারাইটিসের লক্ষণগুলি


৫. খবরে নজর রাখুন। রেডিও শুনতে থাকুন। আবহাওয়া দফতর যা যা তথ্য দিচ্ছে তাতে নজর দিন। এবং আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলুন।


৬. ঘূর্ণিঝড়ের সময়ে বাড়ির বাইরে থাকা একেবারেই নিরাপদ নয়। তাই সমস্ত প্রয়োজনীয় কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করুন। হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ রাখুন।


৭. গৃহপালিত পশুদের বাড়ির ভিতর নিরাপদে রাখার চেষ্টা করুন। বাইরে থাকলে ওদেরও বিপদ হতে পারে।


৮. যদি কারও বাড়ি নদীর ধারে হয় এবং বাড়ির অবস্থা খুব ভালো না থাকে, তাহলে কাছের কোনও স্কুল বাড়ি বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়াই ভালো এই সময়ে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।


৯. বাড়িতে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার ও জল মজুত করে রাখুন। অত্যধিক পরিমাণে রান্না করা খাবার রাখবেন না। বিদ্যুৎ না থাকলে তা খারাপ হয়ে যেতে পারে।


১০. যদি সেই সময় বাড়িতে ফিরতে না পারেন, তাহলে রাস্তায় একেবারেই থাকা নিরাপদ নয়। সেই পরিস্থিতিতে স্থানীয় আশ্রয় কেন্দ্রে চলে যান।


ঘূর্ণিঝড়ের সময়ে যা একেবারেই করবেন না।


১. গুজবে কান দেবেন না। ঘূর্ণিঝড় সংক্রান্ত নানা গুজব রটতে পারে। নিরাপদে থাকতে সুস্থ থাকতে গুজবে একেবারেই কান দেবেন না।


২. বাড়ির বাইরে থাকবেন না। বাড়ির কোনও সদস্যকে না জানিয়ে বাড়ি থেকে বেরবেন না।


৩. কোথাও কোনও খোলা তার ঝুলতে দেখলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। হাত দেবেন না একেবারেই।