Winter Dry Skin Problem: শীতকালে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্য শুধু ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করলেই চলবে না। আরও কয়েকটি উপকরণ ত্বকে ব্যবহার করা জরুরি। তাহলেই শীতকালেও ত্বকে রুক্ষ-শুষ্ক ভাব দেখা দেবে না। কী কী ব্যবহার করবেন এবং কীভাবে, দেখে নিন একনজরে।
নারকেল তেল
শীতের মরশুমে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব কমাতে নারকেল তেল অব্যর্থ। নারকেল তেলের সাহায্যে ত্বকে মালিশ করলে আপনি পাবেন অনেক উপকার। ত্বকের রুক্ষভাব দূর করার পাশাপাশি নারকেল তেল ত্বকের বিভিন্ন র্যাশ, অ্যালার্জিও দূর করতে সক্ষম। এর পাশাপাশি ত্বকের জেল্লা বজায় রাখতেও এই উপকরণের জুড়ি মেলা ভার। তবে আপনার ত্বক খুব তেলতেলে ধরনের হলে কিংবা সেনসিটিভ হলে, নারকেল তেল ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি।
দুধের সরের সঙ্গে মিশিয়ে নিন মধু
শীতকালে ত্বকে স্ক্রাব করার করার জন্য দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। এই মিশ্রণ সহজে ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বকের জেল্লা ফেরাবে। এছাড়াও দূর করবে অন্যান্য কালচে দাগছোপ। ত্বকে ব্রন বা র্যাশের কোনও দাগ থাকলেও তাও দূর হবে দুধের সর এবং মধুর মিশ্রণের সাহায্যে। এছাড়াও দুধের সর এবং মধুর মিশ্রণ আলতো হাতে হাল্কা করে ত্বকে ম্যাসাজ করলে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মাধ্যমে ত্বক থাকবে টানটান।
গ্লিসারিন এবং গোলাপ জল
শীতের মরশুমে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্য গ্লিসারিনের মধ্যে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ টোনারের কাজ করবে। ত্বকে হাইড্রেটেড রাখবে এই টোনার। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ ভালভাবে তুলোয় করে সারা মুখে লাগিয়ে নিন। চাইলে গলার অংশে এবং হাতে,পায়েও ব্যবহার করতে পারেন। শীতের রুক্ষতায় গ্লিসারিন এবং গোলাপ জল ব্যবহার করলে ত্বক মোলায়েম থাকার পাশাপাশি উজ্জ্বলও হবে। কালচে দাগছোপ দূর হবে। যাবতীয় দাগও দূর হবে।
আরও পড়ুন- শীতে অতিরিক্ত গরম জলে স্নান করছেন? কীভাবে ক্ষতি হতে পারে ত্বক এবং চুলের?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।