Ration Card Correction: রেশন দোকানে কার্ডের ভুল তথ্য থাকলে আগে রেশন দোকানে গিয়ে আবেদন করতে হত। এর পর সেই আবেদনের ভিত্তিতে নতুন কার্ড আসত। তবে বর্তমানে অনলাইনে রেশন কার্ডের ভুল তথ্য ঠিক করে নেওয়া যায়। কোনও ক্যাফেতে এর জন্য যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এটি শুধরে নেওয়া যায়। কীভাবে কী কী করবেন তথ্য় ঠিক করার জন্য ? জেনে নিন ধাপে ধাপে।


রেশন কার্ডের তথ্য শুধরানোর ধাপ



  • প্রথমে ফোন বা কম্পিউটার থেকে wbpds.wb.gov.in এই ওয়েবসাইটটি খুলুন।

  • এবার একটি লগইন পেজ আসবে।  এই পেজে নিজের ফোন নম্বর দিতে হবে।

  • ফোন নম্বর দিলে ওটিপি আসবে আপনার ফোনে। ওই ওটিপি দিয়ে প্রসিড করুন।

  • এবার হোম পেজে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ আপনার নাম ও পরিবারের বাকি সদস্যদের নাম দেখাবে।

  • এর নিচেই বেশ কয়েকটি ফর্ম দেওয়া থাকবে।

  • এর মধ্যে থেকে বেছে নিতে হবে ৫ নম্বর ফর্ম বেছে নিন।

  • ওই ফর্মে গেলে দুটো বিকল্প পাওয়া যাবে। একটিতে উপভোক্তা নাম ও ঠিকানা দুইই বদলাতে পারেন। অন্যটিতে শুধু ঠিকানা।

  • বর্তমানে নাম বদলানোর কোনও সুযোগ নেই। কারণ আধার কার্ডে যা থাকবে, তা-ই প্রতিফলিত হবে রেশন কার্ডে।

  • তাই ঠিকানার ভুল তথ্য শুধরে নেওয়া সম্ভব এখান থেকে। 

  • এর জন্য দ্বিতীয় বিকল্প বেছে নিন। 

  • সেখানে গিয়ে নিজের জেলা, পুরসভা বা পঞ্চায়েত, ওয়ার্ড, বাড়ি বা ফ্ল্যাটের নম্বর, এলাকার রাস্তার নাম, কাছাকাছি ল্যান্ডমার্ক ইত্যাদি তথ্য নির্দিষ্ট স্থানে স্থানে দিতে হবে।

  • এর পর পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন বেছে নিতে হবে।

  • সবশেষে জমা দিতে হবে আপনার দাবির সপক্ষে থাকা কোনও নথি। 

  • এর জন্য আধার কার্ড, প্যান কার্ড, ইলেক্ট্রিসিটি বিল, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা, গ্যাস কানেকশনের বিল ইত্য়াদি নথি জমা দেওয়া যাবে।

  • এর পর আপলোড করার পর নেক্সট করে সাবমিট করতে হবে আপনার আবেদন। 

  • এর ভিত্তিতে একটি ডকেট নম্বর (অর্থাৎ যেই নম্বর দিয়ে আপনার আবেদন খুঁজে বার করা সম্ভব) দেওয়া হবে। 


সংশোধন হল কি না বোঝার উপায় 



  • food.wb.gov.in সাইটটিতে গিয়ে একটু নিচের দিকে স্পেশাল সার্ভিসেসে যান। 

  • সেখানে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বিকল্পটি পাবেন। 

  • সেখানে ডকেট নম্বর দিলেই দেখা যাবে আবেদন অনুমোদন হয়েছে কিনা।


আবেদন অনুমোদন হওয়ার পর কী করবেন ?



  • স্পেশাল সার্ভিসেসে ই রেশন কার্ড বিকল্পে যান।

  • পরের পেজের একদম নিচে ডাউনলোড ই রেশন কার্ডে যান।

  • সেখানে আপনার রেশন কার্ডের নম্বর ও ক্যাপচা দিলেই পেয়ে যাবেন নতুন রেশন কার্ড।

  • একটি কাগজের নিচের দিকে থাকবে কেটে নেওয়ার জন্য নির্বাচিত অংশটি।

  • কাগজটি প্রথমে কালার প্রিন্ট করে নিন।

  • এবার সেখান থেকে কাঁচি দিয়ে নির্বাচিত অংশ কাটুন।

  • মাঝবরবার ভাঁজ করিয়ে নিয়ে এবার ল্যামিনেট করিয়ে নিন।

  • তাহলেই তৈরি ই রেশন কার্ড।


আরও পড়ুন - Kids Liver Disease: ছোটদেরও মধ্যে বাড়ছে লিভারের রোগ! নেপথ্যে ডিজিটাল দুনিয়ার হাতছানি ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।