কলকাতা: রোজার মাস শেষ হয়েছে। ১১ এপ্রিল ইদের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। এই উৎসবের অন্যতম অংশ খাওয়া-দাওয়া। ঝাল থেকে মিষ্টি- সুস্বাদু নানা ধরনের খাওয়া জুড়ে থাকে এই উৎসবের সঙ্গে। বাড়িতে তৈরি খাওয়া তো রয়েইছে, তার সঙ্গে চলে ঢালাও অনলাইনে অর্ডার। এই সময়টা কী অর্ডার হয়েছে সবচেয়ে বেশি, তারই তালিকা দিয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)।
এনডিটিভি -এর একটি রিপোর্ট অনুয়ায়ী, ওই সংস্থা একটি তালিকা প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে সবচেয়ে জনপ্রিয় ইফতারের খাবার কী কী। রিপোর্ট অনুযায়ী খবর, ১২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত তথ্য়ের (Swiggy Report) ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি কোন খাবার অর্ডার করা হয়েছে সেটাই রয়েছে ওই তালিকায়।
রিপোর্ট অনুয়ায়ী রমজানের (Eid 2024) সময়টা জুড়ে সুইগির প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা ভারতে ৬ মিলিয়ন বিরিয়ানির প্লেট অর্ডার করা হয়েছে। সাধারণ সময়ের তুলনায় মোট অর্ডার বেড়েছে ১৫ শতাংশ। এই সময়ের মধ্যে আরও একাধিক পদের অর্ডারও অনেক বেড়েছে। রিপোর্ট বলছে, বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে সুইগিতে অর্ডারের বৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশ।
সবচেয়ে বেশি অর্ডার কী?
এই সময়ের মধ্যে সারা দেশের হিসেবে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে চিকেন বিরিয়ানি (Chicken Biryani), মাটন বিরিয়ানি, হালিম, সিঙ্গাড়া, ফালুদা এবং ক্ষীর।
কোথায় সবচেয়ে বেশি বিক্রি?
বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট বলছে, বেশ কিছু শহরে সুইগির (Swiggy Sale) বিক্রি বেশ বেড়েছে এই রমজানের সময়ে। মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ভোপাল, মীরাটে বিক্রি বহু বেড়েছে।
সবচেয়ে বেশি বিরিয়ানি বিক্রি হয়েছে হায়দরাবাদে। ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষেরও বেশি বিরিয়ানির প্লেট বিক্রি হয়েছে এই শহরে। প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্লেট হালিমও বিক্রি হয়েছে।
হালিম বিক্রি বেড়েছে ১৪৫৫ শতাংশ, ফিরনি বিক্রি বেড়েছে ৮১ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, মুম্বই, কলকাতা (Kolkata), হায়দরাবাদ, লখনউতে মিষ্টিজাতীয় পদের বিক্রিও বহু বেড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।