Mutibagger Return: শেয়ার বাজারে এই বছরের শুরু থেকেই একের পর এক রেকর্ড হয়েই চলেছে। আর এই মুনাফার অঙ্ক দেখে সাধারণ মানুষও বিপুল পরিমাণে বিনিয়োগ শুরু করেছেন বাজারে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ক্রমেই বেড়েছে খুচরো বিনিয়োগকারীদের। তবে যে সমস্ত বিনিয়োগকারী ঝুঁকির কথা ভেবে পিছিয়ে আসেন, তাঁদের জন্য বিনিয়োগের অন্যতম ভাল উপায় হল ব্লুচিপ ফান্ড (Bluechip Fund)। এই ধরনের লার্জক্যাপ ফান্ডগুলিতে ঝুঁকি অনেক কম, কিন্তু রিটার্ন তুলনায় অনেক ভাল পাওয়া যায়। এমনই একটি ব্লু চিপ ফান্ডে বিনিয়োগে ১৬ বছরের মধ্যেই ৯ গুণ বেড়ে গিয়েছে সেই বিনিয়োগ।


১ লাখ টাকা থেকে রিটার্ন এসেছে ৯.৬ লাখ টাকা


আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্লুচিপ ফান্ডেই (ICICI Prudential Bluechip Fund) এসেছে এমন চমকপ্রদ রিটার্ন। গত ১৬ বছরে এই ফান্ড ৯ গুণেরও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ২০০৮ সালে শুরু হয়েছিল ফান্ডের জার্নি। সেই সময় অর্থাৎ আজ থেকে ১৬ বছর আগে যদি কেউ এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে সেই বিনিয়োগ বেড়ে দাঁড়াত ৯.৬ লাখ টাকা। ১৬ বছরে ৯.৬ গুণ রিটার্ন পেতেন বিনিয়োগকারী। কোনও এফডিতেই এই বিপুল রিটার্ন পাওয়া যাবে না।


কোন কোন সংস্থায় বিনিয়োগ রয়েছে এই ফান্ডের


এই আইসিআইসিআই প্রুডেনশিয়াল ফান্ড (Mutual Fund) মূলত লার্জক্যাপ সংস্থাগুলির স্টকেই বিনিয়োগ করে থাকে। বাজার মূলধনের ভিত্তিতে উর্ধ্বে থাকা মোট ১০০টি শেয়ারে বিনিয়োগ করে এই শেয়ার।


বেঞ্চমার্ককে পিছনে ফেলেছে এই ফান্ড


২০০৮ সাল থেকে প্রতি বছর চক্রবৃদ্ধি হারে ১৫.৩৩ শতাংশ রিটার্ন দিয়েছ এই ফান্ড। এই ফান্ডের বেঞ্চমার্ক নিফটি ১০০-এর ক্ষেত্রে বার্ষিক রিটার্নের পরিমাণ ১৪.০৯ শতাংশ। এসআইপির ক্ষেত্রেও দারুণ মুনাফা এসেছে বিনিয়োগকারীদের। গত এক বছরে এই ফান্ডে ৪২.২৩ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বেঞ্চমার্ক নিফটি ১০০-র রিটার্ন এই সময়ের মধ্যে এসেছে ৩৪.৯৭ শতাংশ।


কোনও বিনিয়োগকারী যদি এই ফান্ডে ১০,০০০ টাকার এসআইপি শুরু করেন, বলা ভাল ২০০৮ সালে এই এসআইপি শুরু করতেন, তাহলে আজকের দিনে তিনি মোট ১৯ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং সেই ১৯ লাখের মূল্য দাঁড়াত মোট ৭৮.৩২ লক্ষ টাকা। এসআইপির ক্ষেত্রে এই রিটার্নের পরিমাণ হত ১৬.১৫ শতাংশ বার্ষিক হারে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Air India: ধর্মঘটের হুঁশিয়ারি! আপনার এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হবে না তো?