নয়াদিল্লি: বিয়ের আগে পুরুষ মহিলার মেলামেশা নিয়ে সামাজিক বিধি নিষেধ এখন অনেকটাই শিথিল হয়েছে। কিন্তু বিয়ের পর? বিবাহিত মহিলা বা পুরুষদের ডেটিং নিয়ে এখনও ট্যাবু আছে। কিন্তু প্রযুক্তির গুণে এখন কোনও বাধাই আর বাধা নয়! মোবাইলে অ্যাপ নামিয়ে বিবাহিতরাও চুটিয়ে ডেট করতে পারেন ভার্চুয়ালি। এরকমই একটি ডেটিং অ্যাপ এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাম – গ্লিডেন (gleeden)।
মজার কথা হল, এই অ্যাপে পুরুষদের সঙ্গে দিব্য পাল্লা দিচ্ছেন মহিলারা। অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ। সব থেকে বেশি ব্যবহার করছেন বেঙ্গালুরুর পুরুষরা।
জীবনের একঘেয়েমি কাটিয়ে দিতে পারে এই অ্যাপ, দাবি কর্তৃপক্ষের। বলা যেতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করতে, এই অনলাইন প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে ইদানীং।
এই অ্যাপে রেজিস্ট্রেশন করাতে মহিলাদের কোনও খরচ করতে হয় না। কিন্তু পুরুষদের নাকি বেশ মোটা টাকাই খরচ করতে হয়।
অ্যাপে নিজেকে নথিভূক্ত করতে দিতে হয় সব ব্যক্তিগত ও পেশা-সংক্রান্ত তথ্য। যেমন, পরিবার সম্পর্কে তথ্য, চাকরি না ব্যবসা কী করেন, ইত্যাদি। ৩৪ থেকে ৪৯ বছর বয়সের পুরুষ ও মহিলার জন্য এই অ্যাপের দরজা খোলা।
দীর্ঘ বিবাহিত-জীবন, একাকীত্ব ইত্যাদি সমস্যায় জর্জরিত মহিলারা নাকি প্রায়ই এই অ্যাপে নথিভূক্ত করান নিজেদের। অনেক সময় পরিচয় গোপন রাখতে ব্যবহার করেন ‘ফেক’ অ্যাকাউন্টও। অ্যাপ ব্যবহারকারী এক মহিলার মতে, সম্পর্কের জটিলতায় অনেক সময় নিজের ভাললাগা-মন্দলাগার বিষয়ই খেয়াল থাকে না। তখনই এরকম অ্যাপের প্রয়োজন পড়ে!
তাহলে এমন অনলাইন ডেটিং অ্যাপে বন্ধুতা কি ভবিষ্যতে ট্রেন্ড হয়ে উঠতে চলেছে? জনপ্রিয়তা কিন্তু তেমনই ইঙ্গিত করছে।
বিবাহিতদের জীবনে 'একঘেয়েমি কাটাতে' বাজারে নতুন অ্যাপ, জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2020 08:21 PM (IST)
মজার কথা হল, এই অ্যাপে পুরুষদের সঙ্গে দিব্য পাল্লা দিচ্ছেন মহিলারা। অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ। সব থেকে বেশি ব্যবহার করছেন বেঙ্গালুরুর পুরুষরা।
NEXT
PREV
লাইফস্টাইল (lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -