নয়াদিল্লি: আগামীকাল ৩১ জানুয়ারি ও শনিবার ১ ফেব্রুয়ারি, পরপর দুদিন বেতন কাঠামো সংশোধনের দাবিতে দেশজুড়ে ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিল ইউনাইটেড ফোরাম ফর ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ২০১৭র ১ নভেম্বর থেকে বেতন কাঠামা সংশোধন সংক্রান্ত বোঝাপড়া বকেয়া বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে সংসদে দ্বিতীয় সাধারণ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন।
১১, ১২, ১৩ মার্চও ব্যাঙ্ক ধর্মঘট হবে বলে খবর। ১ এপ্রিল থেকে ব্য়াঙ্ককর্মীরা অনির্দিষ্টকালের জন্য় ধর্মঘটের সিদ্ধান্তও নিয়েছেন।
একাধিক দাবিদাওয়া সামনে রেখে এই দেশব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। তিনি বলেছেন, নতুন পেনসন স্কিম বাতিলের পাশাপাশি পে স্লিপ কমপোনেন্টের ওপর ২০ শতাংশ হারে বৃদ্ধি ঘটিয়ে বেতন সংশোধন চাই। বেসিক পে-র সঙ্গে বিশেষ ভাতা মিশিয়ে দেওয়া, পেনসন আপডেশন, ফ্যামিলি পেনসন ব্যবস্থার উন্নতি করা, পাঁচদিন ব্যাঙ্কিং, অপারেটিং প্রফিটের ভিত্তিতে কর্মচারী উন্নয়ন তহবিল বরাদ্দ নির্ধারণ, কোনও ঊর্ধ্বসীমা না রেখে অবসরের সময় পাওয়া সুযোগসুবিধাকে আয়কর আওতার বাইরে রাখা সহ একাধিক দাবি রয়েছে ধর্মঘটী ব্যাঙ্ককর্মীদের।
ব্যাঙ্ককর্মী সংগঠনের নেতাটি আরও বলেন, অন্য দাবিগুলির মধ্যে আছে শাখায় শাখায় একই বিজনেস আওয়ার, লাঞ্চ আওয়ার নির্ধারণ করা, লিভ ব্যাঙ্ক চালু করা, অফিসারদের জন্য কাজের নির্দিষ্ট ঘন্টা ঠিক করা, কন্ট্র্যাক্টে থাকা কর্মীদের ক্ষেত্রে সম পরিমাণ কাজের জন্য সমান বেতন কার্যকর করা।
বেতন সংশোধন সহ একাধিক দাবিতে কাল, পরশু দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2020 06:02 PM (IST)
২০১৭র ১ নভেম্বর থেকে বেতন কাঠামা সংশোধন সংক্রান্ত বোঝাপড়া বকেয়া বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -