মুম্বই: উৎসবের মরশুম চলছে বেশ কিছুদিন ধরে। গত দুটো বছর করোনা পরিস্থিতি চলছে। গত বছর করোনার সংক্রমণের মাত্রা অধিক থাকার ফলে সেভাবে উৎসবে মেতে উঠতে দেখা যায়নি সাধারণ মানুষ থেকে তারকাদের। কিন্তু চলতি বছর যাবতীয় কোভিড বিধি মেনে উৎসবে মেতে উঠেছিলেন তারকারা। জমকালো পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারিতে সেজে উঠেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) থেকে সোনম কপূররা (Sonam Kapoor)। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউড তারকাদের মধ্যে কে কীভাবে উৎসবের দিনগুলোয় সেজেছিলেন-
১, প্রিয়াঙ্কা চোপড়া - বলিউডের 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়াকে সবসময়ই উৎসবের সময় মানানসই পোশাকে সেজে উঠতে দেখা যায়। অধিকাংশ সময়টা দেশের বাইরে থাকলেও, তিনি দেশীয় লুক বজায় রাখেন উৎসবের সময়। তাই চলতি বছর দীপাবলিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠতে। উজ্জ্বল রঙের ভেলভেট শারারা, তার সঙ্গে মানানসই সানগ্লাস, মানানসই জুয়েলারি এবং ম্যাচিং ব্যাগে তিনি হয়ে উঠেছিলেন অপরূপা।
২. মালাইকা অরোরা - বয়স যাই হোক না কেন, ফ্যাশনের দিক থেকে এখনও তিনি সবসময় খবরের শীর্ষে থাকেন। দীপাবলির পার্টিতে তাই তাঁর ফ্যাশন নজর এড়ালো না কারও। মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারিতে নজর কাড়লেন মালাইকা অরোরা।
৩. সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্ট। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার ল্যাহেঙ্গাতে সেজে উঠেছিলেন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী। নজর কাড়ল আলিয়া ভট্টের পোশাকের সঙ্গে মানানসই ঝুমকা।
৪. জাহ্নবী কপূর - ভারতীয় পোশাক পরতে যে বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর কতটা ভালোবাসেন, তা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলেই আন্দাজ করা যায়। উৎসবের দিনেও তাই তিনি ডিজাইনার অনামিকা খন্নার আনারকলিতে সেজে উঠেছিবেন। তার সঙ্গে ছিল মানানসই মেকআপ।
৫. সোম কপূর - দক্ষ অভিনেত্রী হিসেবে ততটা প্রশংসিত না হয়ে উঠতে পারলেও, তাঁর স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত। ফ্যাশনিস্তা সোনম কপূরের স্টাইল স্টেটমেন্ট অনুরাগীদের মুখে মুখে ফেরে। তাই উৎসবের দিনে তিনিও যে কিছুটা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট দেখাবেন, তা বলাই বাহুল্য। ডিজাইনার আনারকলিতে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী।
৬. পুলকিত সম্রাট - একদিকে যখন উৎসবের দিনে সমস্ত নজর কেড়ে নিচ্ছেন বলিউডের অভিনেত্রীরা, তখন নজর কাড়লেন 'ফুকরে' অভিনেতা পুলকিত সম্রাট। দীপাবলিতে তাঁকে দেখা গেল ডিজাইনার কুর্তাতে সেজে উঠতে।