Viral Video: আজকাল অনেকেই মোবাইলে নানা ধরনের গেম দেখে থাকেন। মোবাইলে উচ্চ মানের চ্যানেলে ম্যাচও দেখা যায়।এর ফলে অনেক ক্ষেত্রেই টেলিভিশনের অভাব খুব একটা অনুভূত হয় না। আর এই প্রসঙ্গেই বলা যায়, খেলা দেখতে দেখতে অনেকেই খেলার সঙ্গে এতটাই একাত্ম হয়ে ওঠেন, বা খেলা দেখায় এমনই মগ্ন হয়ে যান যে, কখনও সখনও ছোটখাটো দুর্ঘটনাও ঘটে যায়। এমন কিছু ঘটনা ঘটে যায়, যখন লজ্জার মুখে পড়ে যেতে হয়। এরকমই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে, যা দেখে হাসি চেপে রাখা কিন্তু ভার হবে। এই ভিডিওতে এক ব্যক্তি বেসবেল (Baseball) ম্যাচ দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, হিটারের (Office) মিস হওয়া বল যেন মোবাইলের বাইরে বেরিয়ে আসছে বলে মনে হয় তাঁর। আর তিনি এতে চমকে যান। এরপর যা ঘটে তা নেটিজেনরা বেশ উপভোগ করেছেন।
ভিডিওতে কী রয়েছে?
এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি অফিসে (Office) বসে খেলা দেখছেন নিজের মোবাইলে। সাদা জামা পরে ছিলেন তিনি। বাঁহাতে মোবাইল ধরে, ডান হাতে কফির কাপ নিয়ে খেলা দেখছিলেন তিনি। মোবাইলে বেসবলের ম্যাচ দেখছিলেন তিনি। সেইসঙ্গে কফিতে চুমুকও বেশ উপভোগ করছিলেন। ম্যাচ দেখতে দেখতেই হিটার বল মিস করেন। বল কিপারের দিকে আসতে থাকে। কিন্তু ম্যাচ দেখতে দেখতে এতটাই হারিয়ে ফেলেছিলেন নিজেকে যে, তাঁর মনে হয়, হিটার আউট হওয়ার বল যেন মোবাইলের স্ক্রিন ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। চমকে গিয়ে শরীর বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ঝটকা দেন তিনি। আর এই ঝাঁকুনিতে তাঁর হাতে থাকা কাপ থেকে কফি ছিটকে পড়ে তাঁর পোশাকে। ভিডিওতে তাঁর এই হাল থেকে সোশাল মিডিয়ায় অনেকেই হাসি চাপতে পারছেন না। এখনও পর্যন্ত ভিডিওটি ৮৫ হাজারের বেশি লাইক পেয়েছে।