কলকাতা: করোনা আমাদের ইচ্ছেমত ঘোরাফেরায় শেকল পরিয়ে দিয়েছে। মানুষ এবার ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন নিজেদের। সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ মেট্রো ও টিয়ার থ্রি শহরগুলির বাসিন্দারা ২০২১-এর শুরুতেই বেড়াতে যেতে চাইছেন। আরও জানা যাচ্ছে, সমীক্ষায় যোগ দেওয়া ৭৫ শতাংশের বেশি মানুষ গত ৩ মাসে কোথাও বেড়াতে যাননি।


এই ৭৫ শতাংশের মধ্যে ৫৭ শতাংশের বেশি মানুষ ২০২১-এর প্রথম ভাগেই কোথাও একটু ছুটি কাটাতে যেতে চান। তবে বেশিরভাগই যেতে চান দেশের মধ্যে কোথাও। ৫৩.১ শতাংশ চাইছেন গোয়া যেতে, ৩২.৯ শতাংশের পছন্দ কেরল। ৩১.৪ শতাংশ যেতে চান সিমলা। এরপর আসছে লাদাখ, কাশ্মীর, জয়পুর, আগ্রা আর মাইসোর। ৪৫ শতাংশের বেশির বক্তব্য, রাজ্যের মধ্যে বা দেশের বাইরে ঘোরার চেয়ে ভিন রাজ্যে যেতে পছন্দ করবেন তাঁরা। ৪২ শতাংশের মত ঘুরতে যেতে চান নিজেদের ব্যক্তিগত গাড়িতে, বিমান বা ট্রেন ততটা পছন্দ নয়। ৬০ শতাংশের মত বলছেন, হোটেল পছন্দ হোমস্টের থেকে।

৭৪ শতাংশ জানিয়েছেন, ঘোরার জায়গা বাছার ব্যাপারে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকেই তাঁরা সব থেকে গুরুত্ব দেবেন।