Raw Eggs On Hair: শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করা খুবই জরুরি বিষয় (Hair Care Tips)। তবে যদি বাজারচলিত কন্ডিশনারের পরিবর্তে প্রাকৃতিক কন্ডিশনার (Natural Conditioner) ব্যবহার করতে চান তাহলে চুলে ব্যবহার করতে পারেন কাঁচা ডিম (Raw Eggs)। প্রাকৃতিক কন্ডিশনার যেহেতু রাসায়নিক ছাড়া হয়, তাই চুলের স্বাস্থ্যের (Hair Health) দেখভালের জন্য এই উপকরণের জুড়ি মেলা ভার। অনেকে শ্যাম্পুর চুলের পাতিলেবুর রস ব্যবহার করেন। এই উপকরণ মূলত চুল মোলায়েম রাখে। বজায় রাখে চুলের উজ্জ্বল ভাব। সেই সঙ্গে দূর করে চুলের রুক্ষ, শুষ্ক ভাব। এছাড়াও খুশকির সমস্যা দূর করতেও পাতিলেবুর রস খুবই উপকারি একটি উপকরণ। 


কিন্তু চুলে কাঁচা ডিম কেন ব্যবহার করবেন, আর কীভাবেই বা করবেন, জেনে নিন 


সাধারণত চুলে আমরা শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করে থাকি। কিন্তু কাঁচা ডিমের মাধ্যমে চুলের মোলায়েম এবং উজ্জ্বল ভাব বজায় রাখতে চাইলে শ্যাম্পু করার আগে চুলে কাঁচা ডিম লাগাতে হবে। তারপর ভালভাবে শ্যাম্পু করে চুলে ধুয়ে নিতে হবে। নাহলে আঁশটে গন্ধ থেকে যাবে। মূলত বাড়িতে তৈরি করা হেয়ার প্যাকের মধ্যে কাঁচা ডিম মিশিয়ে তা চুলে লাগাতে হয়। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হয়।


এবার জেনে নেওয়া যাক চুলে কাঁচা ডিম ব্যবহার করলে কী কী উপকার পাবেন 



  • ডিমে রয়েছে বায়োটিন যা একপ্রকার ভিটামিন বি। চুলের বিভিন্ন সমস্যা দূর করে এই উপকরণ। 

  • ডিমে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং ফোলেট। এইসব ভিটামিন ও মিনারেলস চুলের স্বাস্থ্যের সার্বিকভাবে খেয়াল রাখে। 

  • ডিম ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বা জেল্লা বৃদ্ধি পায়। চুল সিল্কি হয়, শাইন বজায় থাকে। 

  • চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে চুল মোলায়েম করে ডিমের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। 

  • চুল মাঝখান থেকে ভেঙে যায় অনেকের। এই সমস্যা দূর করে চুলের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। 

  • খুশকির সমস্যা কমায় এবং চুল পড়ার সমস্যা কমায় ডিম। তাই চুলে ব্যবহার করতেই পারেন এই উপকরণ। 

  • ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। চুলের ঘনত্ব বাড়াতে কাজে লাগে এই প্রোটিন। 

  • চুলের সঠিক বৃদ্ধিতে, নতুন চুল গজাতে এবং স্প্লিট এন্ডস বা চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা রুখতেও সাহায্য করে কাঁচা ডিমের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। 


আরও পড়ুন- পুজোর আগে রোগা হতে চান? দিনের শুরুতে রাখুন এই খাবার-পানীয়গুলি 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।