ম্যাঞ্চেস্টার: এই সপ্তাহে অন্তত খাতায় কলমে প্রিমিয়ার লিগের (Premier League 2024-25) সবথেকে বড় ম্য়াচে মুখোমুখি হয়েছিল ইংলিশ ফুটবলের তথাকথিত 'বিগ সিক্স'-র দুই দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। মরশুমের শুরুটা দুই দলই আশানুরূপ করতে পারেনি। দুই দলের ম্যানেজারের ওপরেই রয়েছে। এমন পরিস্থিতি এই ম্যাচ শুধু মান-সম্মানের লড়াই নয়, অনেকের মতে ছিল ম্যানেজার চাকরি বাঁচানোর সুযোগও বটে। সেই ম্যাচেই রেড ডেভিলসদের ঘরের মাঠেই তাঁদের দুরমুশ করল স্পার্স।


ম্যাচের একেবারে শুরুর দিকেই স্পার্সের ডিফেন্ডার মিকি ভ্য়ান ডে ভিন ম্যাচের তিন মিনিটের মাথায় এক চোখধাঁধানো দৌড়ে স্পার্সের হয়ে দুরন্ত শুরু করতে সাহায্য করেন। তিনি মার্কাস ব়াশফোর্ডের খারাপ টাচের সুযোগ নিয়ে বল ইন্টারসেপ্ট করেন এবং তারপর কার্যত ম্যান ইউনাইটেড রক্ষণের বুক চুড়ে ৭০ গজের এক অসাধারণ দৌড় নেন। তাঁর গতি সামলাতে নাজেহাল হয় ম্যান ইউনাইটেড রক্ষণ। সেই দৌড় শেষে বক্সের বাঁ-দিক থেকে বাড়ানো তাঁর বলে কার্যত ফাঁকা গোলে বল জড়িয়ে স্পার্সকে এগিয়ে দেন ব্রেনান জনসন। প্রথমার্ধে বারংবার ম্য়ান ইউনাইটেড রক্ষণের ভুলত্রুটির সুযোগ নিয়ে গোলের সুযোগ পাওয়া স্পার্সকে কোনওরকমে ঠেকিয়ে রাখেন গোলরক্ষক ওনানা। একাধিক ভাল সেভ করেন তিনি।


আলেহান্দ্রো গার্নাচো ম্যান ইউনাইটেড এগিয়ে দিতেই পারতেন, তবে দুর্ভাগ্যবশত তাঁর শট বারে লেগে ফিরে আসে। ম্যান ইউনাইটেডের চাপ প্রথমার্ধ শেষের আগে আরও বাড়ে। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের পা উঁচু করে জেমস ম্যাডিসনকে ফাউল করায় সোজা লাল কার্ড দেখেন। যদিও তিনি খানিকটা দুর্ভাগ্যেরও শিকার হন। রিপ্লেতে দেখা যায় ট্যাকেলের ঠিক আগে তাঁর পিছলে গিয়েছিল। তবে রেফারি পর্তুগিজ তারকাকে লাল কার্ডই দেখান।


দ্বিতীয়ার্ধের শুরুটাও অনেকটা  প্রথমার্ধের মতোই হয়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্রেনান জনসন এবার গোলের অ্যাসিস্ট বাড়ান। তাঁর জোরাল রান থেকে বল পেয়ে প্রথম টাচেই ওনানের পাশ দিয়ে বল চিপ করে স্পার্সের ব্য়বধান দ্বিগুণ করেন ডেয়ান কুলুসেভস্কি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ওনানা একাধিক ভাল সেভ করেন। কিন্তু তিনি ডমিনিক সোলাঙ্কিকে স্পার্সের হয়ে নাগাড়ে তৃতীয় ম্যাচে গোল করা থেকে রুখতে পারেননি। শেষমেশ ৩-০ স্কোরলাইনে জয় পায় উত্তর লন্ডনের ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে তাঁরা আট নম্বরে উঠে এল। অপরদিকে, ম্যান ইউনাইটেড পরাজিত হয়ে লিগ তালিকায় ১২ নম্বর স্থানে নেমে গেল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জন্মদিনে ঘাটালের বন্যা দুর্গতদের পাশে দীপেন্দু, ত্রাণ বিলি করে পালন করলেন নিজের বিশেষদিন