Smooth And Shiny Hair: চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব (Frizzy Hair) দূর করে উজ্জ্বলতা এবং মোলায়েম (Smooth and Shiny Hair) ভাব বজায় রাখার জন্য সঠিকভাবে চুলের পরিচর্যা প্রয়োজন। হেয়ার মাস্কের (Hair Mask) মাধ্যমে চুলের উল্লিখিত সমস্যার অনেকগুলিই দূর হয়। চুল হাইড্রেটেড থাকে। অর্থার চুল ময়শ্চারাইজড থাকে। বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে চুলের মোলায়েম ভাব এবং জেল্লা বজায় রাখার জন্য কী কী করতে পারেন, দেখে নেওয়া যাক।


হেয়ার সিরাম- চুলের মোলায়েম ভাব বজায় রাখার জন্য সবার আগে রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করতে হবে। এর জন্য ব্যবহার করতে পারেন হেয়ার সিরাম। মূলত ভেজা চুলের হেয়ার সিরাম ব্যবহার করতে পারলে ভাল। শ্যাম্পু করার পর চুল ভেজা থাকা অবস্থাতেই হেয়ার সিরাম লাগিয়ে নিলে চুলে আর জট পড়বে না। হেয়ার সিরাম চুলের শাইন অর্থাৎ জেল্লা বজায় রাখে।


বানানা হেয়ার মাস্ক- চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করার জন্য এবং উজ্জ্বলতা ও মোলায়েম ভাব বজায় রাখার জন্য চুলে ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক। বাড়িতেই হেয়ার মাস্ক তৈরি করে নেওয়া যায়। বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করার জন্য মূল উপকরণ হিসেবে পাকা কলা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিন মধু। কলার মধ্যে রয়েছে ন্যাচারাল অয়েল, কার্বোহাইড্রেট এবং ভিটামিন। চুলের মোলায়েম ভাব বজায় রাখার পাশাপাশি এই উপকরণ চুল হাইড্রেটেড রাখে এবং স্ক্যাল্প বা মাথার তালুর অনেক সমস্যাও দূর করে। বিশেষ করে চুলের উজ্জ্বল ভাব বজায় রাখতে সাহায্য করে।


অয়েল ম্যাসাজ- চুলের যত্ন এবং পরিচর্যার ক্ষেত্রে প্রয়োজন অয়েল ম্যাসাজ। এক্ষেত্রে আপনি নারকেল তেল, আমন্ড অয়েল বা বাদাম তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। চুলে অয়েল ম্যাসাজ করলে তার গঠন মজবুত হয়। এছাড়াও স্ক্যাল্পের ক্ষেত্রে অয়েল ম্যাসাজ ভালভাবে রক্তসঞ্চালনে সাহায্য করে। সেই সঙ্গে হেয়ার ফলিকলগুলিকে সমৃদ্ধ করে। তার ফলে নতুন চুল গজাতে সাহায্য হয়। মূলত চুলে পুষ্টি জোগায় অয়েল ম্যাসাজ।


এগ হেয়ার মাস্ক- বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করার ক্ষেত্রে ডিম ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই ব্যবহার করা যায় এক্ষেত্রে। মূলত হেয়ার মাস্ক চুলের মোলায়েম এবং উজ্জ্বল ভাব বজায় রাখে। আর ডিমে থাকা উপকরণ চুলে আলাদা করে উজ্জ্বল ভাব যোগ করে। হেয়ার মাস্ক তৈরির সময় ডিমের সঙ্গে মিশিয়ে নিতে পারেন টক দই কিংবা মধু বা পাতিলেবুর রস। চুলে পুষ্টি জোগাবে এই সমস্ত উপকরণ।

 

অ্যালোভেরা জেল- অ্যালোভেরা জেল চুল এবং ত্বক, উভয়ের পরিচর্যার ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। অ্যালোভেরা জেল চুল হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এর সাহায্যেও হেয়ার মাস্ক তৈরি করা যায়। অ্যালোভেরা জেল চুলে পুষ্টি জোগান দেয়। হেয়ার ফলিকলগুলিকে হাইড্রেটেড রাখে। চুলে আলাদা করে উজ্জ্বলতা যুক্ত করে এই উপকরণ। এছাড়াও চুলের ভঙ্গুর ভাব, ডগা ফেটে যাওয়ার সমস্যা এগুলিও দূর করে। এর পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে অ্যালোভেরা জেল।

 

আরও পড়ুন- হৃদযন্ত্রের খেয়াল রাখে পেস্তা, ভাল থাকে চোখের স্বাস্থ্যও, আর কী কী গুণ রয়েছে?