নয়াদিল্লি: টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল আফগানিস্তান (Afghanistan Cricket Team)। বড় দলকে হারিয়ে অঘটন ঘটাতে পটু। দলের ক্রিকেটারেরা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান। কিন্তু ওয়ান ডে পারফরম্য়ান্সে সেই ধার নেই। ২০১৯ বিশ্বকাপের পর থেকে গত ৪ বছরে মাত্র ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। সব মিলিয়ে ১৫৩টি ওয়ান ডে খেলার ইতিহাস। যে কারণে বুধবারের ম্যাচেও ভারতের বিরুদ্ধে আফগানদের কঠিন লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।


বিশ্বকাপে (ODI World Cup) প্রথম সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi) বলেছিলেন, তাঁর দল কতটা দক্ষ। তার পরেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা। দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের সামনে অন্যতম ফেভারিট ভারত (Ind vs Afg)। যারা প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আফগানদের সামনে তাই ফের অগ্নিপরীক্ষা।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এসেছে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই মাঠেই এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চারশোর ওপর রান বোর্ডে তুলে নিয়েছিল। সেই পিচেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন যে এখনও পিচ নিয়ে ধোঁয়াশায় ভারতীয় শিবির। যেই পিচে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছিল, সেই পিচেই খেলা আদৌ হবে কি না আজকের ম্যাচ , তা এখনও জানে না ভারতীয় শিবির। 


ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ''কোচ, অধিনায়ক উইকেট দেখেছে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও দলীয় আলোচনা হয়নি। আমিও উইকেট দেখিনি এখনও। আগের ম্য়াচে প্রচুর রান উঠেছে এই পিচে। সেই পিচেই খেলা হবে কি না জানি না।''


কাদের ম্যাচ?


বিশ্বকাপে বুধবার মুখোমুখি ভারত ও আফগানিস্তান


কোথায় খেলা?


নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (আগে যার নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম)


কখন শুরু?


ম্যাচ শুরু দুপুর ২টো। টস তার ঠিক আধ ঘণ্টা আগে, দুপুর ১.৩০


কোথায় দেখবেন?


ভারত বনাম আফগানিস্তান ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং


যাঁদের টিভির সামনে বসে পড়ার উপায় নেই, স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার


আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial