Hair Serum: রুক্ষ, শুষ্ক চুলের (Dry and Frizzy Hair) যত্নে হেয়ার সিরাম (Hair Serum) অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কেমিক্যাল এড়িয়ে চলতে চান তাহলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বেশ কিছু হেয়ার সিরাম। মূলত চুলের রুক্ষ, শুষ্ক ভাব এবং লালচে রঙ দূর করতে এবং চুল মোলায়েম রাখতে সাহায্য (Hair Care Tips) করে বিভিন্ন ধরনের হেয়ার সিরাম। এছাড়াও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে হেয়ার সিরাম। এছাড়াও চুল পড়ার সমস্যা দূর করতে এবং নতুন চুল গজাতেও এইসব হেয়ার সিরাম কাজে লাগবে। যেকোনও হেয়ার সিরাম ভেজা চুলে ব্যবহার করাই উচিত। আর যেহেতু এখানে সমস্ত হেয়ার সিরাম অয়েল বেসড বা তেল দিয়ে তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে ভেজা চুলে লাগানোই ভাল হবে। আপনার অয়েলি স্ক্যাল্পের সমস্যা থাকলে সিরাম অল্প পরিমাণে লাগান। হেয়ার সিরাম চুলের লম্বা অংশে লাগানো উচিত। অয়েলি স্ক্যাল্প থাকলে মাথার তালুতে হেয়ার সিরাম না লাগানোই ভাল। এমনিতেও চুলে সিরাম খুব সামান্য পরিমাণেই লাগাতে হয়। 


বাড়িতে কী কী উপকরণ দিয়ে সহজে হেয়ার সিরাম তৈরি করে নিতে পারবেন, একনজরে দেখে নিন


রোজমেরি হেয়ার অয়েল এবং ভিটামিন ই অয়েল মিশিয়েও সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় হেয়ার সিরাম। ভেজা চুলে এই সিরাম লাগানো প্রয়োজন। এক কাপ রোজমেরি অয়েলের সঙ্গে চার চা-চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে এই সিরাম তৈরি করা যাবে। এরপর একটি স্প্রে বোটলে রেখে দিন। প্রতিদিন ২ থেকে ৩ ফোঁটা ব্যবহার করুন ভেজা চুলে।


গ্রিন টি শুধু ত্বক নয় চুলের স্বাস্থ্যের পক্ষেও ভাল। অতএব গ্রিন টি- এর সঙ্গে আর্গন অয়েল মিশিয়েও আপনি তৈরি করে নিতে পারেন হেয়ার সিরাম। এই সিরাম বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া প্রয়োজন। তারপর স্পে বোতলে এই সিরাম ভরে রাখতে হবে। এক কাপ গ্রিন টি (লিকার)- এর সঙ্গে মিশিয়ে নিন এক কাপ আর্গন অয়েল। এভাবেই তৈরি হবে হেয়ার সিরাম। ব্যবহার করুন স্প্রে বোতলে রেখে।


গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে এই মিশ্রণ রেখে দিন স্প্রে বোতলে। ভেজা চুলে এই সিরাম লাগানো প্রয়োজন। চুলের একাধিক সমস্যা দূর করতে এই সিরাম কাজে লাগবে। এক কাপ গোলাপ জলের সঙ্গে এক কাপ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই হেয়ার সিরাম চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুল নরম রাখতে সাহায্য করে, দূর করে রুক্ষ-শুষ্ক ভাব।


ল্যাভেন্ডার অয়েল এবং ভিটামিন ই অয়েলের সঙ্গে গ্রেপসিড অয়েল মিশিয়ে বাড়িতে সহজে তৈরি করে নিন আর একটি হেয়ার সিরাম। এক কাপ গ্রেপসিড অয়েলের সঙ্গে চার চা-চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। এবার সেখানে দিন ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। তাহলেই তৈরি হয়ে যাবে হেয়ার সিরাম। ভেজা চুলে এই সিরাম কয়েকদিন ব্যবহার করলেই তফাতটা বুঝতে পারবেন। 


অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল, গোলাপ জল এবং ভিটামিন ই অয়েল মিশিয়ে একটি হেয়ার সিরাম তৈরি করে স্প্রে বোতলে রেখে দিন। এক কাপ অ্যালোভেরা জেল, এক কাপ নারকেল তেল, দুই চা-চামচ গোলাপজল, তিন চা-চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে এই হেয়ার সিরাম তৈরি করতে হবে। 


আরও পড়ুন- সারাদিন কম্পিউটার স্ক্রিনে তাকিয়েই কাজ? আরাম পেতে এবং চোখের স্বাস্থ্য ভাল রাখতে কী কী করবেন?