Indian Spices: ভারতের রান্নায় ব্যবহার হয় যেসব মশলা সেগুলো যে শুধু খাবারে স্বাদ, গন্ধ ভাল করতে কাজে লাগে তা নয়। বরং এইসব মশলার রয়েছে অনেক গুণ। যেমন লবঙ্গ, খাবারে সুন্দর স্বাদ এবং গন্ধ যোগ করার জন্য অনেক রান্নাতেই লবঙ্গ ব্যবহার করা হয়। সর্দি-কাশির সমস্যা, গলা ব্যথা ইত্যাদি অসুবিধাতেও আরাম দেয় লবঙ্গ। বিশেষ করে খুশখুশে কাশির সমস্যা এড়াতে কাজে লাগে লবঙ্গ। তবে এই সবকিছুর পাশাপাশি চুলের স্বাস্থ্যের খেয়ালও রাখে লবঙ্গ। চুলের কোন কোন সমস্যা দূরে রাখে এবং কীভাবে উপকারে লাগে জেনে নিন।



  • দূর করে খুশকির সমস্যা- অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপকরণ রয়েছে লবঙ্গর মধ্যে। খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। অনেক সময় মাথার তালু বা স্ক্যাল্পেও চুলকানি, র‍্যাশ ইত্যাদি সমস্যা দেখা দেয়। এইসব অসুবিধাও দূর করে লবঙ্গ। অনেকের ক্ষেত্রে আবার চিটচিটে মাথার তালু দেখা যায়। অয়েল প্রোডাকশন স্ক্যাল্পে বেশি হলে এই সমস্যা লক্ষ্য করা যায়। লবঙ্গর সাহায্যে স্ক্যাল্পের এই জাতীয় ইরিটেশনও দূর হয়। 

  • মজবুত করে চুলের গঠন- চুলের গঠন মজবুত করে লবঙ্গ। শক্ত করে চুলের গোড়া। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস এবং বিটা ক্যারোটিন। মাথার তালু বা স্ক্যাল্পে ভালভাবে রক্ত সঞ্চালন হতে সাহায্য করে লবঙ্গ। এর ফলে চুলের ভালভাবে বৃদ্ধি হয়। তাই যাঁদের চুল লম্বায় বিশেষ বাড়তে চায় না, তাঁরা ব্যবহার করতে পারেন লবঙ্গ। অনেকের ক্ষেত্রে চুল ভঙ্গুর হয়, অর্থাৎ মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়। এছাড়াও রয়েছে ডগা ফেটে যাওয়া বা স্প্লিট এন্ডসের সমস্যা। লবঙ্গর সাহায্যে এইসব সমস্যাও দূর করা সম্ভব। 

  • স্ক্যাল্পে ভালভাবে রক্তসঞ্চালন এবং চুলের বৃদ্ধি- ভিটামিন কে এবং eugenol রয়েছে লবঙ্গর মধ্যে। এর মাধ্যমেই স্ক্যাল্পে ভালভাবে রক্তসঞ্চালন সম্পন্ন হয়। চুল পড়ার সমস্যা কমায় লবঙ্গ। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এবং আয়রন, পটাসিয়ামের মতো মিনারেলস।

  • নতুন চুল গজাতে ও দূষণ থেকে রক্ষা করে- চুলের ক্ষয় রোধ করে লবঙ্গ। চুলের রুক্ষ শুষ্ক ভাবে দূর করে। মজবুত করে চুলের গোড়া। দূষণে চুল নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা করে এই লবঙ্গই। এছাড়া স্ক্যাল্পে ভালভাবে রক্তসঞ্চালন হওয়ায় হেয়ার ফলিকলের মুখগুলি সঠিকভাবে উন্মুক্ত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।


আরও পড়ুন- ঘরোয়া উপায়েই চুলের সেরা পরিচর্যা, দূর হবে রুক্ষ-শুষ্ক ভাব, থাকবে জেল্লা


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial