কলকাতা: শিখদের ধর্মগুরু গুরু নানক (Guru Nanak Jayanti)। আগামীকাল অর্থাৎ ১৯ নভেম্বর শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন। প্রতিবছর এই দিনটাই তাঁর জন্মদিন হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়। গুরু নানকের জন্মদিনেই গুরু পূরব নামে পবিত্র উৎসব পালিত হয়। যেখানে সারা বিশ্বের শিখ ধর্মের মানুষরা তাঁদের গুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ১৪৬৯ সালে লাহোরের কাছে (বর্তমানে পাকিস্তানে) নানকা সাহিবে জন্মগ্রহণ করেন। চলতি বছর তাঁর পাঁচশত বাহান্ন-তম জন্মবার্ষিকী পালন করা হবে। পূরাণ অনুযায়ী জানা যায়, কার্তিক মাসের পূর্ণিমায় জন্ম হয় গুরু নানকের।
প্রতিবছর গুরু নানকের জন্মদিনে বিশ্বের নানা প্রান্তেউৎসব উদযাপন শুরু হয় প্রভাত ফেরি দিয়ে। প্রতি বছর এই দিনটায় গুরুদ্বার থেকে শুরু হয় প্রভার ফেরি।
কীভাবে এই বিশেষ দিনটায় প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা পাঠাবেন? রইল তার কিছু উদাহরণ-
১. প্রার্থনা করি, আপনার জীবন খুশিতে ভরে উঠুক। গুরুর আশির্বাদে ভরে থাকুক আপনার এবং আপনার প্রিয়জনের জীবন। শুভ গুরু নানক জয়ন্তী।
২. শুভ গুরু নানক জয়ন্তী। প্রার্থনা করি আপনার জীবনে সবকিছু ভালো হোক। সাফল্যে ভরে উঠুক আপনার জীবন।
৩. অবশেষে গুরু নানকের জন্মদিন এসে গিয়েছে। প্রতিবছরের মতো এই বছরও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গুরু নানকের জন্মবার্ষিকী। প্রতি বছর এভাবেই আপনার জীবন খুশিতে ভরে উঠুক। সমস্ত ভয় থেকে আপনার জীবন এবং মন দূরে থাকুক।
৪. প্রার্থনা করি গুরু নানকের আশির্বাদ সবসময় আপনার উপর থাকুক। গুরু নানকের আশির্বাদে আপনার জীবন ভরে উঠক সাফল্য, খুশিতে।
৫. কামনা করি গুরু নানক আপনাকে সঠিক পথের দিশা দেখান সবসময়। শুভ গুরু নানক জয়ন্তী।
৬. গুরু নানকের আশির্বাদে আপনার জীবন সোনায় মুড়ে যাক। আজকের এই বিশেষ দিনে প্রাণভরা শুভেচ্ছা কামনা করি। সুস্থ থাকুন। খুশিতে থাকুন আর অনেক সাফল্য পান।
৭. সবসময় আপনার জীবন যেন খুশিতে ভরে থাকে। আজকের এই বিশেষ দিনে এমনই কামনা করি। শুভ গুরু নানক জয়ন্তী।