কলকাতা: অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) মেতেছেন খুদে ইউভানের (Yuvaan) সঙ্গে খেলায়। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর এর থেকে বেশি ভাল ও মিষ্টি পোস্ট আর কীই বা হতে পারে। ভিডিও পোস্ট করলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। ক্যাপশনে লিখলেন, 'আমার বেবির সঙ্গে বার্থডে বেবি আবীর চট্টোপাধ্যায়।'
ভিডিওটি রাজ-শুভশ্রীর বাড়িতে তোলা। ইউভানকে কোলে নিয়ে খেলায় মেতেছেন আবীর চট্টোপাধ্যায় ও স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। অনেক কষ্টে খুদের সঙ্গে পোজ দিয়ে একটা ছবি তোলার চেষ্টায় দম্পতি। কিন্তু পুঁচকে স্থির হলে তো। সমানে লাফিয়ে ঝাঁপিয়ে শেষে কোল থেকে নেমে তবে ছাড়ল। সেই দেখে হেসে কুটোপুটি আবীর-নন্দিনী।
আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে এই মিষ্টি ভিডিও পোস্ট করেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। একঝলক দেখা গেল শুভশ্রীকেও। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান 'রঙ্গবতী'। ইউভানকে সেই গানে খানিক নাচতে অনুরোধও করলেন মা, কিন্তু তাতে থোড়াই কেয়ার।
বাঙালির হার্টথ্রব 'ব্যোমকেশ' আবীর চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো এই পোস্টে কমেন্ট করেছেন গায়িকা ইমন চক্রবর্তীও।