নয়াদিল্লি: প্রত্যেক বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day)। আমাদের জীবনের সমস্ত পুরুষদের এবং সমাজকে একটি ভাল জায়গা তৈরিতে তাঁদের অবদানের প্রশংসা করে এই দিনটি স্মরণ করা হয়। দিনটির লক্ষ্য আমাদের জীবনে যেসকল পুরুষেরা 'ইতিবাচক রোল মডেল' তাঁদের কথা মাথায় রেখে পুরুষদের সুস্থতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।


এক ওয়েবসাইটের মতে এই দিনটি পালনের আরও কিছু গুরুত্ব আছে। সমাজে যেসমস্ত পুরুষদের অবদান উল্লেখযোগ্য তাঁদের মনে করা, পুরুষদের বিরুদ্ধে বৈষম্য উল্লেখ করা, লিঙ্গ সমতার পক্ষে প্রচার করা ও দুই লিঙ্গের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং অবশ্যই একটা সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলা। ১৯৯৯ সালে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়।


যদি আপনি নিজের জীবনের বা আশেপাশের গুরুত্বপূর্ণ পুরুষদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর কথা ভাবেন তাহলে আপনার জন্য রইল বিশেষ কিছু মেসেজ - কোট - শুভেচ্ছাবার্তা। 


আরও পড়ুন: Wearing mask in COVID19: এখনও মাস্ক পরছেন না, ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন না তো?


আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছাবার্তা (International Men's Day 2021 Wishes, Quotes, Images, Messages)


১. আমার জীবনে তুমি একটি বিশেষ জায়গা নিয়ে রয়েছ। আজ সেই দিন যেদিন তোমাকে উদযাপন করা উচিত। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস!


২. আমার জীবনের সকল পুরুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাই। তোমাদের আজ এবং প্রত্যেকদিন ভালবাসি এবং প্রশংসা করি!


৩. ঈশ্বর মানুষকে ভালবাসা এবং সম্মানের উপর ভিত্তি করে তাঁর শিক্ষাগুলি অনুসরণ করার জন্য সৃষ্টি করেছেন, সমস্ত পুরুষের তাই করা উচিত এবং এভাবেই পৃথিবী বসবাসের জন্য একটি ভাল জায়গা তৈরি হবে। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস!


৪. সমস্ত পুরুষের সৌন্দর্য হল তাঁদের প্রত্যেকের একটি বিশেষ গুণ রয়েছে এবং আপনি যখন তাঁদের আসল হৃদয় আবিষ্কার করেন তখন সেটি মন জয় করে নেয়। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস!


৫. 'যখন একজন পুরুষকে তাঁর অভ্যস্ত জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন তাঁর বহিরাগত হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।' - নেলসন ম্যান্ডেলা।


৬. একজন পুরুষ আমাদের জীবনে যে উষ্ণতা এবং শক্তি নিয়ে আসে তা উদযাপন করার জন্য একটি দিন। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস!


৭. 'একজন মহান পুরুষ একজন বিশিষ্ট পুরুষের থেকে এখানেই আলাদা যে তিনি সমাজের সেবক হতে প্রস্তুত।' - বি. আর. আম্বেদকর।


৮. শক্তি প্রদর্শনের জন্য কোনও পুরুষকে শারীরিক শক্তি প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। ভয় না পেয়ে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয় এটি। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস!