নয়া দিল্লি: কোভিডের (Covid) বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই চলছে। করোনা টিকার ওপর ভরসা করেই চলছে লড়াই। পাশাপাশি মাস্ক (Musk) পরা, সামাজিক দূরত্ব মেনে চলার বিধিও মানতে বলা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, মাস্ক পরলে সংক্রামক রোগের ঘটনা অর্ধেকেরও বেশি কমতে পারে। অস্ট্রেলিয়া (Australia), ব্রিটেন (UK) এবং চিনে (China) গবেষকদের একটি দল এই গবেষণা করে।
সেখানে দেখা গিয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব এবং হাত ধোয়া এই সব করোনা বিধির মধ্যে মাস্ক পরাই সবচেয়ে কার্যকর। মোনাশ ইউনিভার্সিটি এবং এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকরা বিশ্বজুড়ে ৩০টিরও বেশি গবেষণা বিশ্লেষণ করেছেন। মাস্ক পরার সঙ্গে সঙ্গে কোভিড সংক্রমণ প্রায় ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। শারীরিক দূরত্বের ক্ষেত্রে ২৫ শতাংশ সংক্রমণ হ্রাস পায়।
গবেষকরা বিএমজে-তে প্রকাশিত গবেষণাপত্রে লিখেছেন, "এই পদ্ধতিগত পর্যালোচনা এবং মেটা-বিশ্লেষণ পরামর্শ দেয় যে হাত ধোয়া, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব সহ বেশ কয়েকটি সুরক্ষামূলক ব্যবস্থার মধ্যে মাস্ক পরলে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে।" পাশাপাশি তাঁরা ভ্যাকসিনের কার্যকরীতারও প্রশংসা করেছেন।
আরও পড়ুন, কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ বানানোর আইডিয়া মুখ্যমন্ত্রীর
তবে টিকাকরণের পর থেকে বেশ কয়েকটি দেশ মাস্কিংয়ের প্রয়োজনীয়তা শিথিল করেছে। যা অনুচিত বলে জানিয়েছে গবেষকরা। তাই বিশেষজ্ঞরা মাস্ক ম্যান্ডেট তুলে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। যদিও ভ্যাকসিনগুলি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়েছে, তবুও বেশিরভাগ ভ্যাকসিন ১০০ শতাংশ সুরক্ষা প্রদান করে না তা কিছুটা হলেও প্রমাণিত।
এদিকে, বায়ুদূষণ বাড়ছে কলকাতায়। খারাপ থেকে আরও খারাপ হচ্ছে মহানগরের বাতাস। সেই সঙ্গে শহরে বাড়ছে ফুসফুসে ক্যানসারের প্রবণতা। তথ্য তুলে ধরে এমনটাই দাবি পরিবেশকর্মী পরিসংখ্যানবিদ ও চিকিৎসকদের। কলকাতার বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার পরিমাণ কমাতে না পারলে, সামনে যে আরও বড় বিপদ অপেক্ষা করছে, তা নিয়ে সতর্ক করেছেন তাঁরা। দূষণ পরিরোধ করতেও মাস্ক পরার কথা বলা হয়েছে।