কলকাতা: আর মাত্র কয়েকটা দিন পরই চলে আসবে নতুন বছর (Happy New Year 2023)। পুরনো একটা গোটা বছরকে পিছনে ফেলে আমরা নতুন বছরে পা দেব। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় ছোট থেকে বড় সকলে। হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, পিকনিক করে কাটবে উৎসবের মরসুমটা। নতুন বছরটা শুরু করার আগে বহু মানুষই তাঁর প্রিয়জনদের উপহার দিয়ে থাকেন। কিন্তু হাতে খুব বেশি টাকা নেই। তাহলে এমন পরিস্থিতিতে কোন কোন উপহার দিতে পারবেন, যা আপনার সাধ পূরণ করবে আপনার সাধ্যের মধ্যেই।
নতুন বছরের উপহার-
১. নতুন বছরে প্রিয়জনকে কী উপহার দেবেন ভাবছেন? তাহলে ছোট্ট গনেশ মূর্তি দিতে পারেন। নানা ধরনের গনেশ মূর্তি পাওয়া যায় দোকানে। দেখতেও হয় দারুণ। আবার বাড়িতে রাখাও শুভ।
২. যেকোনও ধরনের পারসোনালাইজড গিফট দিতে পারেন এই সময়ে। সেটা কফি মগ হতে পারে। আবার পোশাকও হতে পারে। কিংবা ফোটো ফ্রেম। নিজের মতো করে স্মৃতিতে ভরা ক্যামেরাবন্দি মুহূর্ত দিয়ে সাজিয়ে নিন উপহার।
৩. কোনও নতুন কিছু শুরুর আগে মিষ্টি মুখ করে নিতে পারেন। আর তা সাধারণ কোনও মিষ্টি দিয়ে নয়। কেক দিয়ে মিষ্টি মুখ করুন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। সঙ্গে ফুলের তোড়া উপহার দিতে ভুলবেন না।
আরও পড়ুন - New Year 2023: 'হ্যাপি নিউ ইয়ার ২০২৩', নতুন বছরের শুভেচ্ছাবার্তা
৪. ড্রাই ফ্রুটস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সুস্থতার জন্য বিশেষজ্ঞরা ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দেন। তাই প্রিয়জনকে নতুন বছরের উপহারে দিন নানারকমের ড্রাই ফ্রুটস।
৫. একটি গাছ। অনেক প্রাণ। প্রিয়জনকে যেকোনও গাছ উপহার দিন। ফুল গাছ হতে পারে। বাড়ি সাজানোর বাহারি গাছ হতে পারে। আবার মানি প্ল্যান্টও হতে পারে। অথবা অনেকদিন ধরে প্রিয়জন কোনও গাছ কেনার কথা বলছিলেন, সেই গাছও এই সময়ে উপহার দিতে পারেন।
৬. অনেকদিন ধরেই প্রিয়জন কোনও ইলেক্ট্রনিক্স গ্যাজেট কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই সুযোগে তাঁকে সেই জিনিসটি উপহার দিন।
৭. চকোলেট খেতে কে না ভালোবাসে। কোনও উপহার যদি পছন্দ না হয়, তাহলে নানারকমের চকোলেট উপহার দিন। ছোট থেকে বড় সকলের কাছেই চকোলেট দারুণ একটি উপহার।