নয়া দিল্লি : চিনের করোনা পরিস্থিতি (Covid 19 Situation in China) নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। সতর্কতা ভারতজুড়ে। এরই মধ্যে দেশে দৈনিক সংক্রমণের (Daily Corona Infection in India) ওঠানামা লেগেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১৮৮ জন আক্রান্ত হয়েছেন। তবে, এই সময়ের মধ্যে কোনও মৃত্যু হয়নি । করোনায় দেশে মোট মৃত্যু ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৬ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৬৮ । 


এদিকে চিন থেকে ফিরে আসা এক মহিলা ও তাঁর ৬ বছরের কন্যাসন্তান করোনায় আক্রান্ত। চিন থেকে কলম্বো হয়ে মেয়েকে নিয়ে ফেরেন ওই মহিলা। মঙ্গলবার তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরে নামার পর তাঁদের আরটিপিসিআর টেস্ট করা হয়। তাতে পজিটিভ রেজাল্ট আসে। এমনই জানিয়েছেন সেখানকার এক স্বাস্থ্য আধিকারিক। ভিরুধুনগরের বাড়িতে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। জেনোমিক সিক্যুয়েন্সিংয়ের জন্য তাঁদের নমুনা রাজ্যের ল্যাবে পাঠানো হবে। 


রাজ্যের ৪০টি হাসপাতালে মক ড্রিল-


করোনা নিয়ে উদ্বেগের মাঝেই, কেন্দ্রের নির্দেশ মতো গতকাল রাজ্যের ৪০টি হাসপাতালে হয় মক ড্রিল। চিনে আবার ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা। দেশেও একাধিক বিদেশ ফেরত ব্য়ক্তির করোনা ধরা পড়েছে। সোমবারই কলকাতা বিমানবন্দরে বিদেশ থেকে আসা ২ জনের টেস্টে কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে, সমস্ত রাজ্য়গুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই নির্দেশমতোই গতকাল কলকাতা থেকে জেলা... হাসপাতালগুলিতে হয় মক ড্রিল। 


কলকাতা মেডিক্য়াল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের ১০ তলাটিকে প্রস্তুত রাখা হয়েছে কোভিড চিকিত্সার জন্য। দক্ষিণ কলকাতার এম আর বাঙুর হাসপাতালের পরিস্থিতিও খতিয়ে দেখেন আধিকারিকরা। লিকুইড অক্সিজেন প্লান্ট, PSA প্লান্ট ঠিকমতো কাজ করছে কিনা, দেখা হয়। ছিলেন, দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য় আধিকারিকও। এছাড়া উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজ ও ব্য়ারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালেও চলে মক ড্রিল। অক্সিজেন প্লান্ট থেকে কনসেনট্রেটর , কার্ডিয়াক মনিটর থেকে ভেন্টিলেটর- সব সরঞ্জাম সক্রিয় রয়েছে কিনা, পরীক্ষা করে দেখেন স্বাস্থ্য দফতরের ইঞ্জিনিয়াররা। অন্য়দিকে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজে, করোনা চিকিৎসার জন্য় প্রস্তুত রাখা হয়েছে ৮০ টি বেড বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড। প্রস্তুত রয়েছে লিকুইড অক্সিজেন প্লান্ট। 


আরও পড়ুন ; শুরুতে বেসরকারি হাসপাতালেই মিলবে নেজাল ভ্যাকসিন, পরে সরকারি জায়গায়, দামে ফারাক অনেকটাই