কলকাতা: সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কত নুতুন নতুন মজাদার খাবারের সন্ধান পাওয়া যায়। কখনও আইসক্রিম পরোটা তো কখনও গোলাপজাম বড়া পাও। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ফ্রোজেন হানি। এমন সমস্ত নতুন খাবারের যদি সুলুক সন্ধান পেতে চান, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে আপনাকে। সম্প্রতি এমনই একটি নতুন খাবারের উদ্ভব ঘটেছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। যা আবার মুহূর্তে ভাইরালও (Viral Video) হয়ে গিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে পিৎজা কোন (Pizza Cone) বানাতে দেখা যাচ্ছে। পিৎজা কোন মানে বুঝলেন না? আইসক্রিমের কোনের আকারেই তৈরি আপনার পছন্দের পিৎজা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোন তৈরির মেশিনে পিৎজা তৈরির ময়দা রাখলেন সেই ব্যক্তি। এবার মেশিনের সাহায্যে খুব সহজেই সেটিকে কোনের আকারে গড়ে তুললেন। এবার সেই কোনের মধ্যে পিৎজার সমস্ত উপকরণ ধীরে ধীরে ভরে দিতে লাগলেন। তারপর সেটিকে বেক করে নিলেন। ব্যস, তৈরি পিৎজা কোন। আইসক্রিম কোনের মতোই চেখে দেখুন পিৎজা কোন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোডের পর থেকে হু-হু করে বেড়ে গিয়েছে ভিউয়ার্স। ভিডিওটি ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি ভিডিওটি প্রায় এক হাজারবার রিটুইটও করা হয়েছে। নেটিজেনরা ইতিমধ্যেই ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই কমেন্টে পিৎজা কোনের মতো নিজেদের নিজেদের পছন্দের রেসিপি শেয়ার করে দিয়েছেন।
প্রসঙ্গত, পিৎজা নিয়ে আমাদের উচ্ছ্বাস বরাবরই একটু বেশি। পিৎজা খেতে পছন্দ করেন না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল মহাকাশে অভিযান চালাতে চালাতে কীভাবে স্পেশ স্টেশনের মধ্যেই নভশ্চররা পিৎজা পার্টি করছেন। তাই পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছে পিৎজা কোন।