নয়াদিল্লি: অন্য পরীক্ষার সঙ্গে সূচির 'সংঘাত'। পিছিয়ে দেওয়া হল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা(UGC NET)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা (NTA)-এর সিদ্ধান্তে ২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের জুনের পরীক্ষার দিন বদল করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৬-৮ অক্টোবর ও ১৭-১৯ অক্টোবর যথাক্রমে এই পরীক্ষা হতে চলেছে। 


আগের ঘোষণা অনুযায়ী UGC NET-এর এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৬-১১ অক্টোবর। যদিও ১০ অক্টোবর কিছু বড় পরীক্ষার সঙ্গে সঙ্গে একই দিনে পড়ে যায় এই পরীক্ষা। যার ফলে দিন পাল্টাতে বাধ্য হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগে কোভিডের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল এই পরীক্ষা। পরবর্তীকালে (NTA)-এর সিদ্ধান্ত মেনে ডিসেম্বর ২০২০ ও ২০২১ সালের জুনের পরীক্ষা একসঙ্গে নেওয়ার কথা বলা হয়।কম্পিউটার বেসড ফরম্যাটে এই পরীক্ষার কথা বলেছিল কর্তৃপক্ষ। পরীক্ষার্থীরা চাইলে অফিশিয়াল ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in-এ গিয়ে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত 
পরীক্ষার জন্য আবেদন করা যাবে।


কীভাবে করতে হবে এই আবেদন ?


প্রথমে এই পরীক্ষায় বসার জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in-এ যেতে হবে পরীক্ষার্থীকে।
এখানে হোমপেজে UGC-NET December 2020 and June 2021-এর আবেদনপত্র দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করুন। 
তৃতীয় ধাপে আপনার কাছে নতুন রেজিস্ট্রেসন ট্যাব খুলে যাবে। সেখানে আপনাকে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
একবার সব বিবরণ জমা দেওয়া হলে আবেদনের ফি জমা দিন।
এবার সাবমিট প্রেস করে আবেদনের একটা কপি সেভ করে নিজের কাছে রেখে দিন।


এখানে ডিসেম্বর ২০২০ মরশুমে যে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করে পারেননি তাঁরাও আবেদন করতে পারেন। 


আরও পড়ুন : IIT GATE 2022: IIT GATE 2022-এর আবেদন প্রক্রিয়া শুরু, কীভাবে পূরণ করবেন ফর্ম ?


আরও পড়ুন : WB Food & Supplies Recruitment 2021: খাদ্য দফতরে কাজের সুযোগ, ১৭ সেপ্টেম্বরের মধ্যে করা যাবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI