Lychee Benefits: সব মরশুমেই আমাদের উচিত মরশুমি ফল (Seasonal Fruits) খাওয়া। দিনে অন্তত একটা মরশুমি ফল পাতে রাখা উচিত। ফল খাওয়া সবসময়েই স্বাস্থ্যের জন্য ভাল। আর মরশুমের যেকোনও একটা ফল যদি আপনার প্রতিদিনের মেনুতে থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন। সহজে রোগ বাসা বাঁধবে না শরীরে। বিভিন্ন মরশুমের কিছু বিশেষ অসুখ থাকে। অনেকেই সেইসব অসুখে আক্রান্ত হন। মরশুমের ফল এইসব রোগ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করে। গরমের মরশুমে তাই আম, জাম, কাঁঠালের সঙ্গে অবশ্যই পাতে রাখুন লিচু (Lychee Health Benefits)। মিষ্টি স্বাদের এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনই এই ফলের রয়েছে অনেক গুণ। গরমের মরশুমে লিচু খেলে আপনি কী কী উপকার পাবেন, কীভাবে আপনার স্বাস্থ্য ভাল থাকবে, চলুন দেখে নেওয়া যাক। 



  • লিচুর মধ্যে পলিফেনল নামক উদ্ভিদজাত উপকরণ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষের ক্ষয় রোধ করে। বয়সের ভারে আমাদের শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। সেগুলিও রোধ করে লিচুর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। 

  • লিচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতে সক্ষম। ফলে সহজে অসুস্থ হবেন না। কোনও সংক্রমণ সহজে আপনার শরীর বাসা বাঁধতে পারবে না। 

  • লিচুর মধ্যে থাকা ভিটামিন সি খেয়াল রাখে ত্বকেরও। কোলাজেন নামক প্রোটিন যা ত্বকের স্বাস্থ্যের সার্বিক খেয়াল রাখে, সেটি উৎপাদনে সাহায্য করে ভিটামিন সি। ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে আর্দ্র ভাব বজায় রাখতেও সাহায্য করে লিচুর মধ্যে থাকা ভিটামিন সি। 

  • লিচু একটি কম ক্যালোরি যুক্ত ফল যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। যাঁরা ওজন কমাতে ডায়েট করছেন, তাঁরা অবশ্যই গরমের মরশুমে লিচু খাবেন। পুষ্টির জোগান দেবে এই ফল। সেই সঙ্গে কমাবে ওজনও। 

  • গরমের দিনে আমরা সহজেই ক্লান্ত হয়ে পড়ি। দিনভর এনার্জির জোগান দেবে লিচু। গরমের মরশুমে লিচুর রস দিয়ে শরবর তৈরি করে খেতে পারেন। এছাড়াও স্মুদি কিংবা ফ্রুট স্যালাডে রাখতে পারেন লিচু। 

  • ভিটামিন সি এবং ফাইবারে ভরপুর লিচু আমাদের হজমশক্তি ভাল রাখে। ফলে খাবার সহজে এবং দ্রুত হজম হয়। বদহজমের সমস্যা দেখা দেয় না। ফাইবার থাকার ফলে লিচু অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। সহজে খিদে পায় না। অসময়ে খিদে খিদে ভাব থাকে না। তার ফলে যা খুশি খাওয়া হয় না। অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যা দেখা দেয় না এবং ওজন থাকে নিয়ন্ত্রণে। 


আরও পড়ুন- স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আগেই দৈনন্দিন জীবনযাত্রায় নিয়ম করে করুন এই কাজগুলি, উপকার পাবেন 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।