Vivo Phones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে পারে ভিভো সংস্থা (Vivo Smartphones)। চিনের সংস্থা ভিভো- র ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) একটি ৫জি ফোন (5G Phones) ভারতে লঞ্চের কথা শোনা যাচ্ছে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন (Vivo Y58 5G Phone) দেশে লঞ্চের কথা শোনা গিয়েছে। তবে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। চিনে এই ফোন আগেই লঞ্চ হয়েছে। ভারতে লঞ্চ হতে চলা ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যেতে পারে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচের ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। এই ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে। আর ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। এই গোলাকার ক্যামেরা মডিউলের চারপাশ সামান্য উঁচু হতে পারে। ফোনের স্ক্রিনের উপর ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে এবং তার জন্য একটি হোল পাঞ্চ কাট আউট দেখা যাবে। 


কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে, দেখে নিন একনজরে 



  • ভিভো সংস্থার আসন্ন এই ফোনে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ছবি দেখা যাবে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 

  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। অন্যদিকে র‍্যামের পরিমাণও আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। 

  • ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের শুটার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা শুটার থাকতে হবে। 

  • এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াট্রা রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

  • ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- প্রথমবার ট্যাব লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স, দাম থাকতে পারে সাধ্যের মধ্যেই, ফিচারে কী কী চমক থাকতে চলেছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।