Black Coffee Benefits: শরীরচর্চা করার ক্ষেত্রে শুধু ওয়ার্ক আউটের সময়েই নয়, তার আগে এবং পরেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলেই শরীরচর্চা করার পর সবচেয়ে বেশি উপকার পাবেন আপনি। খালি পেটে কখনই শরীরচর্চা করা উচিৎ নয়। তবে তাই বলে ভরপেট খেয়েও কিন্তু শরীরচর্চা করা চলবে না। ওয়ার্ক আউট করার আগে, বিশেষ করে যাঁরা নিয়মিত জিমে যান, তাঁদের একটি বিশেষ পানীয় ওয়ার্ক আউট শুরু করার আগে খাওয়া উচিৎ। এই পানীয় হল ব্ল্যাক কফি। শরীরচর্চা শুরু করার আগে চিনি ছাড়া অল্প পরিমাণে ব্ল্যাক কফি খেতে পারেন। একাধিক উপকার রয়েছে এই অভ্যাসের।
জিমে ওয়ার্ক আউট করতে যাওয়ার আগে কেন ব্ল্যাক কফি খাবেন? কী কী উপকার পাবেন? জেনে নিন
শরীরচর্চা শুরু করার আগে সামান্য কিছু খেয়ে নেওয়া উচিৎ। একদম খালি পেটে ওয়ার্ক আউট করলে সমস্যা দেখা দেবে শরীরে। শরীরচর্চা শুরু করার আগে বিশেষ করে জিমে যাওয়ার আগে কী খেলে ভাল, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। জিমে গিয়ে ওয়ার্ক আউট করার আগে আপনি সামান্য ব্ল্যাক কফি খেয়ে যেতে পারেন। অবশ্যই চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে হবে। দুধ এবং চিনি দিয়ে কফি খেলে চলবে না।
যেকোনও ধরনের শরীরচর্চা শুরু করার আগেই অল্প পরিমাণে ব্ল্যাক কফি খেলে অনেক উপকার পাওয়া যায়। সেগুলি কী কী? জেনে নিন এবার।
- ওয়ার্ক আউট শুরুর আগে ব্ল্যাক কফি খেতে পারলে আমাদের শরীরে মেটাবলিজম রেট খুব ভাল থাকে। ফলে ক্যালোরি এবং ফ্যাট ঝরাতে সুবিধা হয়।
- বেশিরভাগ মানুষই সকালে শরীরচর্চা করেন। ওয়ার্ক আউট শুরুর আগে অল্প ব্যাক কফি খেলে সকালে আলস্য কেটে যাবে।
- সকাল সকাল শরীরচর্চা করার ক্ষেত্রে শরীরে যে জড়তা থাকে তা একদম কাটিয়ে দিতে পারে ব্ল্যাক কফি। এনার্জি পাবেন আপনি।
- জিমে গিয়ে অনেকেই ওয়েট ট্রেনিং করেন। কিংবা আরও ভারী ধরনের ওয়ার্ক আউট করেন। সেক্ষেত্রে সকালে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস সাহায্য করে।
- অর্থাৎ সকালে ওয়ার্ক আউট শুরুর আগে অল্প ব্ল্যাক কফি খেলে নিলে আপনি একদম চাঙ্গা হয়ে যাবেন। শারীরিক কসরৎ করার ক্ষমতাও বেড়ে যাবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।