ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : করোনার তৃতীয় ঢেউয়ের ছোবলে, দৈনিক সংক্রমণের সব রেকর্ড ছাপিয়ে গেছে বাংলায়। গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় দ্বিগুণ হয়েছে দৈনিক মৃত্যু। সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিনেশন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার উপর, বারবার বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু, তারপরও, রাস্তা-ঘাটে-ট্রেন-জনবহুল এলাকায় এখনও দেখা যাচ্ছে অজস্র মাস্কহীন মুখ। অনেকের মাস্ক মুখে থাকলেও, তা নেই সঠিক জায়গায়। কেউ আবার কাপড়ের মাস্কে চালিয়ে দিচ্ছেন। কারও মুখ ঢাকতে পছন্দ এন 95।



একটা না দুটো, কটা মাস্ক পরলে আপনি সুরক্ষিত থাকবেন?


চিকিৎসকদের মতে,



  • কোভিডের এই বাড়বাড়ন্তের সময় কাপড়ের মাস্ক পরা কার্যত অর্থহীন। ওমিক্রন আটকাতে এই মাস্ক মোটেই খুব একটা কার্যকরী নয়।

  • এই সঙ্কটকালে এন 95 মাস্ক পরার পক্ষেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • কাপড়ের মাস্ক যদি পরতেই হয়, তা হলে তলায় পরতে হবে সার্জিক্যাল মাস্ক।

  • N 95 মাস্ক ব্যবহার করতে কেউ অসমর্থ হলে, তাঁদের অন্তত দুটি করে সার্জিক্যাল মাস্ক পরার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।

  • তাঁদের পরামর্শ, যে মাস্কই পরুন না কেন, তিনটি স্তরের অবশ্যই হওয়া চাই।


আরও পড়ুন :


দিনে তিনবার অবধি ভাত-ডাল-সবজি খেতে পারেন, কোভিডকালে খুব উপকারী


চিকিৎসক অনির্বাণ দলুই বলছেন, ' কাপড়ের মাস্কে  সংক্রমণ এড়ানোর সম্ভাবনা নেই। আমাদের দেশে অনেকের আর্থিক অবস্থা ভাল নয়। সেক্ষেত্রে এন ৯৫ না কিনতে পারলে, যাঁদের সম্ভব তাঁরা দুটি সার্জিক্যাল মাস্ক পরুন। তবে সবথেকে ভাল এন95। দাম বেশি। তবে যাই হোক না কেন, মাস্ক ঠিকমতো পরা এবং মাস্ক বিধি পালন করা উচিত।'


 চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক মনে করছেন, ' ভাল মানের মাস্কের উপর নির্ভর করবে একজন একটি নাকি দুটি মাস্ক পরবেন। এন 95 যথেষ্ট। কাপড়ের বা সার্জিক্যালের পরামর্শ দেওয়া হয়। তিনটি লেয়ারই বেস্ট। '   


কোভিড থেকে বাঁচতে মাস্ক তো পরলেন? কিন্তু কীভাবে পরবেন?



ডা. অর্পিত সাহা বলছেন , 



  • এটা অবশ্যই লিক প্রুফ হতে হবে।

  • বাইরে গেলে ভিড়ের মধ্যে প্রথমে সার্জিক্যাল পরে টাইট ফিট হয় এমন মাস্ক করতে হবে। 


চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, কোভিড ঠেকাতে ব্রহ্মাস্ত্র মাস্ক।