নয়াদিল্লি : করোনা ভ্যাকসিন নেওয়ার পর শরীরে তৈরি হচ্ছে চুম্বকের প্রভাব! সম্প্রতি নেটমাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে এমনই দাবি। এক ব্যক্তির হাতে খুন্তি আটকে থাকার ছবি ঘুরে বেড়িয়েছে নেটমাধ্যমে। দাবি করা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরই নাকি এমনটা হয়েছে! এই প্রেক্ষিতে জানিয়ে রাখা ভালো, দাবিটি একেবারে ভুয়ো ও ভিত্তিহীন। অতিমারির মাঝে ভুয়ো খবরের রমরমার আরও একটি নজির ছাড়া এটা কিছুই নয়।


ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকক্ষেত্র তৈরি হচ্ছে এই দাবিটি কেন ভিত্তিহীন ও ভুয়ো সেই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার কোভিডের টিকা নেওয়ার পর এমন কোনও ঘটনা ঘটানর কারণই নয়। কারণ, ভ্যাকসিনের মধ্যে কোনও ধরণের ধাতু যুক্ত থাকে না। তাই মেটাল বর্জিত কোভিড ভ্যাকসিন শরীরে গিয়ে চুম্বকক্ষেত্র তৈরি করেছে, এমন দাবি নেহাতই মনগড়া।


এটা অবশ্যই ঠিক ভ্যাকসিন নেওয়ার পর অনেকের শরীরেই বেশ কিছু মৃদু উপসর্গ দেখা গিয়েছে। মাথা ও গায়ে হাত-পায়ে ব্যথা, ভ্যাকসিন নেওয়া জায়গা অল্প ফুলে যাওয়া, কিছুটা ক্লান্তি, অল্প ঘুম ঘুম ভাব থেকে হালকা থেকে কিছুটা বেশি জ্বর। তবে এই সমস্ত উপসর্গই খুবই নগণ্য প্রভাব ফেলে থাকে শরীরে। 


কেন্দ্র থেকে রাজ্যের লাখো চিকিৎসক, গবেষক বারবার জানিয়েছেন, কোভিড ভ্যাকসিন একেবারে নিরাপদ। আর করোনার বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে জেতার একমাত্র রাস্তাই হল টিকাকরণ। তাই ভ্যাকসিনেশন ছাড়া অন্য কোনও উপায়ে মারণ ভাইরাসকে হারানো মুশকিল। আর এই অতিমারির সময়ে একইরকমের মারাত্মক ভুয়ো খবরও। তাই চুম্বকীয় ভুয়ো তত্ত্ব সামনে আসার পরই বিভিন্ন মহলের ফের বার্তা, ভিত্তিহীন খবরে প্রভাবিত না হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে ভ্যাকসিন নিতে।


মাঝে দেশজুড়ে ভ্যাকসিনের আকাল চললেও ক্রমশ আস্তে আস্তে গোটা দেশেই তা ক্রমশ কাটছে। এর মাঝেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, আগামী ২১ জুন থেকে সরকারি সব জায়গায় ১৮ ঊর্ধ্বদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে।